১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

অনিয়ম হলে জাতীয় নির্বাচনও বাতিল করা হবে : ইসি রাশেদা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / ১০১ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, সব ব্যবস্থা নেওয়া হবে। তারপরও অনিয়ম হলে গাইবান্ধার উপনির্বাচনের মতো জাতীয় নির্বাচনও বাতিল করে দেওয়া হবে। আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি। জাতীয় নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে কোনো রকম বাধা ছাড়াই ভোট দিতে পারবেন।

বুধবার (২২ মার্চ) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।নির্বাচন কমিশনের একটাই মেসেজ (বার্তা), জাতীয় নির্বাচনেও অনিয়ম হলে ভোট বন্ধ করে দেওয়া হবে জানিয়ে বেগম রাশেদা সুলতানা বলেন, ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আসছে পাঁচ সিটি নির্বাচনে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করবো, এমনকি জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত রয়েছে। তবে সামনে কী হবে তা এখনই বলতে পারব না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচনে দাতা সংস্থা সহায়তা দিলে, আমাদের তো নিতে অসুবিধা নেই। তবে কে কী দেবে বা কীভাবে হবে সেটা আগে দেখতে হবে। ইসির প্রতি আস্থা প্রসঙ্গে বলেন, আস্থার বিষয়টি তো মানসিক। কে কীভাবে আস্থা পাবেন, তা তো আমরা বলতে পারবো না। বর্তমান ইসি দায়িত্ব নেওয়ার পর এমন কোনো কাজ আমরা করিনি যে কেউ আস্থায় নিবে না। এসময় তিনি গাইবান্ধার উপনির্বাচনকে সামনে এনে বলেন, এটাই তার প্রমাণ।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

অনিয়ম হলে জাতীয় নির্বাচনও বাতিল করা হবে : ইসি রাশেদা

আপডেট সময় ০৯:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, সব ব্যবস্থা নেওয়া হবে। তারপরও অনিয়ম হলে গাইবান্ধার উপনির্বাচনের মতো জাতীয় নির্বাচনও বাতিল করে দেওয়া হবে। আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি। জাতীয় নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে কোনো রকম বাধা ছাড়াই ভোট দিতে পারবেন।

বুধবার (২২ মার্চ) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।নির্বাচন কমিশনের একটাই মেসেজ (বার্তা), জাতীয় নির্বাচনেও অনিয়ম হলে ভোট বন্ধ করে দেওয়া হবে জানিয়ে বেগম রাশেদা সুলতানা বলেন, ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আসছে পাঁচ সিটি নির্বাচনে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করবো, এমনকি জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত রয়েছে। তবে সামনে কী হবে তা এখনই বলতে পারব না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচনে দাতা সংস্থা সহায়তা দিলে, আমাদের তো নিতে অসুবিধা নেই। তবে কে কী দেবে বা কীভাবে হবে সেটা আগে দেখতে হবে। ইসির প্রতি আস্থা প্রসঙ্গে বলেন, আস্থার বিষয়টি তো মানসিক। কে কীভাবে আস্থা পাবেন, তা তো আমরা বলতে পারবো না। বর্তমান ইসি দায়িত্ব নেওয়ার পর এমন কোনো কাজ আমরা করিনি যে কেউ আস্থায় নিবে না। এসময় তিনি গাইবান্ধার উপনির্বাচনকে সামনে এনে বলেন, এটাই তার প্রমাণ।