‘আইপিএলে গিয়ে বসে না থেকে দেশের হয়ে খেলাই তো ভালো’
- আপডেট সময় ০৮:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১০৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ব্যস্ত সূচি ও ব্যক্তিগত কারণ দেখিয়ে শেষ মুহূর্তে এসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের সরে দাঁড়ানো নিয়েও ছিল নানান গুঞ্জন। যদিও সাকিব নিজেই জানিয়েছেন, পারিবারিক কারণেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, আইপিএলে গিয়ে বসে না থেকে দেশের হয়ে খেলাই তো ভালো। শুক্রবার (৭ এপ্রিল) মিরপুর হোম অব ক্রিকেট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সফরের একমাত্র টেস্ট ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি।সেখানে পাপন বলেন, টেস্টের অধিনায়ক, সহ-অধিনায়ক দুই জনকেই ছেড়ে দেবেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু।
এরপর আমি একটা কথা বলেছিলাম আপনাদের-এর আগে জিজ্ঞেস করেছিলেন, খেলাবে তো? না খেলে, ওখানে গিয়ে বসে থাকার চেয়ে কি দেশের জন্য খেলাটা ভালো না? বিসিবি সভাপতির ভাষ্য, আমাদের সঙ্গে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। লিটন-সাকিবকে তো ছাড়া আছেই, ছাড়লাম না কখন। প্রায়ই এই কথা শুনছি; আজ থেকে তিন মাস আগে, আইপিএল শুরু হওয়ার তিন মাস আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে। জিনিসটাতে কনফিউশনের কোনো সুযোগ নেই।
পাপন জানালেন, আইপিএল কর্তৃপক্ষকে আগেই জানানো ছিল, কে কখন খেলতে পারবে; আমাদের কাছে চেয়েছে কতগুলো খেলোয়াড়ের নাম দিয়ে। এখানে যে কয়েকজন ক্রিকেটারকে নিয়েছে এর বাইরেও ছিল কিন্তু এবং বলেছে ওরা কখন কখন এভেইলেবল। আমরা ওদের নির্দিষ্ট করে প্রত্যেকের পাশে ডেট দিয়ে বলে দিয়েছি, কে কখন এভেইলেবল। তিনি আরও যোগ করেন, এতে করে উদাহরণস্বরূপ সাকিব-লিটন এরা দুইজন এখানে দুইটা ম্যাচ ওখানে তিনটা ম্যাচ; পাঁচটা ম্যাচ মিস করবে। এটা জেনেই তাদেরকে নিয়েছে।
পাঁচটা ম্যাচের জন্য তাদেরকে নেয় নাই। পাঁচটাসহ নিলে ওদের দাম তো আরও বাড়তেও পারতো। এখনও তাই আছে আমাদের। পাপনের দাবি, এমন কোনো ব্যাপার হয়নি কখনো আইপিএলে; যেটা বলেছি, সেটা করিনি বা খেলোয়াড়দের যেটা বলেছি, করিনি। আইপিএলও কখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, সময়টা কি বদলানো যায় কি না। আলাপই তো হয়নি। কোথাও কোনো ফাঁক নেই।