০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

আইসিসির প্লাটফর্মে বিনামূল্যেই দেখা যাবে বাংলাদেশের খেলা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • / ৮৩ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ আসন্ন এই সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারে এতদিন আগ্রহ দেখায়নি কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান।

পরে গত শনিবার (৬ মে) সিরিজটি সরাসরি সম্প্রচারের কথা নিশ্চিত করেছে ‘প্রিমিয়ার স্পোর্টস’। এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র আয়ারল্যান্ডে খেলা সরাসরি সম্প্রচার করবে। ফলে বাংলাদেশে কোনো টিভিতে সরাসরি খেলা দেখা যাবে না। এমন অবস্থায় টাইগারদের খেলা সরাসরি দেখতে না পাওয়ার হতাশায় পড়েছিল বাংলাদেশি সমর্থকরা।

তবে টাইগার ভক্তদের জন্য খুশির খবর দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসি টিভি অ্যাপসে কোনো প্রকার চার্জ ছাড়াই সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে। এ তথ্য নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ আসন্ন এই সিরিজটির আয়োজক এসেক্স, আর খেলা মাঠে গড়াবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে।

ম্যাচগুলো হবে আগামী ৯, ১২ ও ১৪ মে। এই সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আইরিশরা। ইতোমধ্যে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আইসিসির প্লাটফর্মে বিনামূল্যেই দেখা যাবে বাংলাদেশের খেলা

আপডেট সময় ০৯:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ আসন্ন এই সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারে এতদিন আগ্রহ দেখায়নি কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান।

পরে গত শনিবার (৬ মে) সিরিজটি সরাসরি সম্প্রচারের কথা নিশ্চিত করেছে ‘প্রিমিয়ার স্পোর্টস’। এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র আয়ারল্যান্ডে খেলা সরাসরি সম্প্রচার করবে। ফলে বাংলাদেশে কোনো টিভিতে সরাসরি খেলা দেখা যাবে না। এমন অবস্থায় টাইগারদের খেলা সরাসরি দেখতে না পাওয়ার হতাশায় পড়েছিল বাংলাদেশি সমর্থকরা।

তবে টাইগার ভক্তদের জন্য খুশির খবর দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসি টিভি অ্যাপসে কোনো প্রকার চার্জ ছাড়াই সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে। এ তথ্য নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ আসন্ন এই সিরিজটির আয়োজক এসেক্স, আর খেলা মাঠে গড়াবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে।

ম্যাচগুলো হবে আগামী ৯, ১২ ও ১৪ মে। এই সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আইরিশরা। ইতোমধ্যে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।