০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

আকাঙ্ক্ষার মৃত্যুতে অভিনেত্রী কাজলের রহস্যজনক পোস্ট

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ১০৫ বার পড়া হয়েছে

অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যজনক পোস্ট দিয়েছেন আরেক অভিনেত্রী কাজল রাগওয়ানি। ইনস্টাগ্রামে প্রয়াত অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, তোমার ভয়টাই সত্যি হলো।

রোববার (২৬ মার্চ) আকাঙ্ক্ষার খবর ছড়িয়ে পড়ার পর তাকে শ্রদ্ধা জানিয়ে ইনস্টাগ্রামে সেই পোস্টে কাজল লেখেন, ‘তোমার ভয়টাই সত্যি হলো। তোমার সাহসিকতা দিয়েই ভয়কে জয় করেছ। দ্বিতীয়বার শুটে যাওয়ার আগে তোমার অনুভূতিটা সবার সঙ্গে শেয়ার করতে পারতে।

‘যে বিষয়টা নিয়ে তুমি চিন্তিত ছিলে, ভয় পাচ্ছিলে সেটা এখন হয়তো আর না-ও ঘটতে পারে। তাই এখন তুমি যেখানে আছ সেখান থেকেই তোমার স্বপ্ন পূরণ করো। এখানে থেকে তুমি যে সুখটা পাওনি সেটা এবার পাবে। আমি বিশ্বাস করি না তুমি আত্মঘাতী হয়েছ।’ তিনি আরও লেখেন, ‘বাকিটা তো সৃষ্টিকর্তার হাতে। আজ নয়তো কাল সৃষ্টিকর্তা তোমার সঙ্গে ন্যায়বিচার করবেই।

সত্যিকারের ভালোবাসার মূল্য কখনও জীবন দিয়ে বা অন্য কারও জীবন নিয়ে দেয়া যায় না।’কাজলের এই পোস্ট ঘিরে দানা বাধছে রহস্য। তার এই পোস্ট দেখে অনেকেই মনে করছে প্রেমঘটিত কোনো কারণেই নিজেকে শেষ করে দিয়েছেন আকাঙ্ক্ষা। গত ১৪ ফেব্রুয়ারি ভোজপুরী গায়ক সমর সিংয়ের সঙ্গে ছবি পোস্ট করে আকাঙ্ক্ষা লিখেছিলেন, ‘হ্যাপি ভ্যালেটাইনস ডে’। যদিও সমর কখনও সেই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।

প্রসঙ্গত, বেনারসের সারনাথ হোটেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর শোরগোল পড়েছে ভোজপুরী ইন্ডাস্ট্রিতে। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় কান্নার ভিডিও পোস্ট করেছিলেন তিনি। তার রহস্যজনক মৃত্যুর কারণ জানতে মরিয়া তার পরিবার ও ভক্তরা। চলছে পুলিশি তদন্ত।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আকাঙ্ক্ষার মৃত্যুতে অভিনেত্রী কাজলের রহস্যজনক পোস্ট

আপডেট সময় ০৯:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যজনক পোস্ট দিয়েছেন আরেক অভিনেত্রী কাজল রাগওয়ানি। ইনস্টাগ্রামে প্রয়াত অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, তোমার ভয়টাই সত্যি হলো।

রোববার (২৬ মার্চ) আকাঙ্ক্ষার খবর ছড়িয়ে পড়ার পর তাকে শ্রদ্ধা জানিয়ে ইনস্টাগ্রামে সেই পোস্টে কাজল লেখেন, ‘তোমার ভয়টাই সত্যি হলো। তোমার সাহসিকতা দিয়েই ভয়কে জয় করেছ। দ্বিতীয়বার শুটে যাওয়ার আগে তোমার অনুভূতিটা সবার সঙ্গে শেয়ার করতে পারতে।

‘যে বিষয়টা নিয়ে তুমি চিন্তিত ছিলে, ভয় পাচ্ছিলে সেটা এখন হয়তো আর না-ও ঘটতে পারে। তাই এখন তুমি যেখানে আছ সেখান থেকেই তোমার স্বপ্ন পূরণ করো। এখানে থেকে তুমি যে সুখটা পাওনি সেটা এবার পাবে। আমি বিশ্বাস করি না তুমি আত্মঘাতী হয়েছ।’ তিনি আরও লেখেন, ‘বাকিটা তো সৃষ্টিকর্তার হাতে। আজ নয়তো কাল সৃষ্টিকর্তা তোমার সঙ্গে ন্যায়বিচার করবেই।

সত্যিকারের ভালোবাসার মূল্য কখনও জীবন দিয়ে বা অন্য কারও জীবন নিয়ে দেয়া যায় না।’কাজলের এই পোস্ট ঘিরে দানা বাধছে রহস্য। তার এই পোস্ট দেখে অনেকেই মনে করছে প্রেমঘটিত কোনো কারণেই নিজেকে শেষ করে দিয়েছেন আকাঙ্ক্ষা। গত ১৪ ফেব্রুয়ারি ভোজপুরী গায়ক সমর সিংয়ের সঙ্গে ছবি পোস্ট করে আকাঙ্ক্ষা লিখেছিলেন, ‘হ্যাপি ভ্যালেটাইনস ডে’। যদিও সমর কখনও সেই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।

প্রসঙ্গত, বেনারসের সারনাথ হোটেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর শোরগোল পড়েছে ভোজপুরী ইন্ডাস্ট্রিতে। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় কান্নার ভিডিও পোস্ট করেছিলেন তিনি। তার রহস্যজনক মৃত্যুর কারণ জানতে মরিয়া তার পরিবার ও ভক্তরা। চলছে পুলিশি তদন্ত।