আজীবন বিয়ে না করার সিদ্ধান্ত মুনমুনের
- আপডেট সময় ১১:২০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৬৭ বার পড়া হয়েছে
ভারতের হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মুনমুন দত্ত। ২০০৪ সাল সালে অভিনয়ে পা রাখেন তিনি। ধারাবাহিকের পাশাপাশি ‘মুম্বাই এক্সপ্রেস’ সিনেমাতেও অভিনয় করেছিলেন মুনমুন। তবে ব্যক্তিজীবনে সম্পর্কে খুব একটা সুখের ছোঁয়া পাননি তিনি।
সম্পর্কের ভাঙ্গন যেনো তাকে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তাই তো বিচ্ছেদের তিক্ততা থেকে আজীবন বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন মুনমুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, সারাজীবন বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে ক্যারিয়ারেই ফোকাস করতে চাই। তবে শোবিজে অনেকেই দাবি করেছেন যে, সাবেক প্রেমিক আরমান কোহলির সঙ্গে সম্পর্কের তিক্ততা এখনও কাটিয়ে উঠতে পারেননি মুনমুন। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, আরমানের বাবা-মা দু’জনেই ফিল্ম জগতের সঙ্গে যুক্ত ছিলেন। সে সূত্রেই অভিনয়ে পা রাখেন আরমানও। আর কর্মসূত্রেই তার আলাপ হয় মুনমুনের সঙ্গে। পরে এক পর্যায় বন্ধুত্ব থেকে সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। এমনকি একই ছাদের নিচে বসবাস করতে শুরু করেন দু’জনে। তবে কখনও প্রকাশ্যে এই সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। কিন্তু মুনমুন-আরমানের সম্পর্ক মোটেও ভালো ছিল না।
শোনা যায়, মাঝেমধ্যেই মদ পান করে মুনমুনকে মারধর করতেন আরমান। মুখ বুজে সব সহ্য করতেন তিনি। কখনই আরমানের সঙ্গে সম্পর্ক ভাঙতে চাইতেন না এই অভিনেত্রী। কিন্তু মুনমুন ও আরমানের সম্পর্কের তিক্ততা হঠাৎ সবার সামনে প্রকাশ পায়। এরপরেই আরমানের সঙ্গে সম্পর্কে ইতি টানেন মুনমুন। আর এ কারনেই মূলত আর কখনও বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।