০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

আন্দোলনে ব্যর্থ বিএনপি সড়ক নিয়েও রাজনীতি করছে : কাদের

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৩:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • / ৭৫ বার পড়া হয়েছে

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মাদারীপুরে পদ্মাসেতু এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা সড়কের জন্য নয়। এ নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মনগড়া’।তিনি বলেন, প্রতিটি মৃত্যুই বেদনার। আমরা সড়কে একটি মৃত্যুও চাই না। সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিএনপি অপরাজনীতিতে লিপ্ত উল্লেখ করে কাদের বলেন, মিথ্যা বলতে বলতে বিএনপির অবস্থা এখন এমন যে, বজ্রপাতে মৃত্যু হলেও তার দায় সরকারের ওপর দিতে হবে। অথচ সড়ক যোগাযোগ খাত বিএনপির শাসনামলেই সবচেয়ে অবহেলিত ছিল। সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যথাযথ সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন ও এর বিধিমালা কার্যকর করেছে।

এছাড়া একটি প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাপ্রবণ স্পট ঝুঁকিমুক্ত করার কাজও হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সড়কে চালক, পরিবহন শ্রমিক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে কাদের বলেন, বিএনপি গৃহীত পদক্ষেপের জন্য সরকারকে সাধুবাদ না জানিয়ে হীন রাজনৈতিক উদ্দেশে সরকারের সমালোচনা করে যাচ্ছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আন্দোলনে ব্যর্থ বিএনপি সড়ক নিয়েও রাজনীতি করছে : কাদের

আপডেট সময় ০৩:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মাদারীপুরে পদ্মাসেতু এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা সড়কের জন্য নয়। এ নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মনগড়া’।তিনি বলেন, প্রতিটি মৃত্যুই বেদনার। আমরা সড়কে একটি মৃত্যুও চাই না। সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিএনপি অপরাজনীতিতে লিপ্ত উল্লেখ করে কাদের বলেন, মিথ্যা বলতে বলতে বিএনপির অবস্থা এখন এমন যে, বজ্রপাতে মৃত্যু হলেও তার দায় সরকারের ওপর দিতে হবে। অথচ সড়ক যোগাযোগ খাত বিএনপির শাসনামলেই সবচেয়ে অবহেলিত ছিল। সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যথাযথ সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন ও এর বিধিমালা কার্যকর করেছে।

এছাড়া একটি প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাপ্রবণ স্পট ঝুঁকিমুক্ত করার কাজও হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সড়কে চালক, পরিবহন শ্রমিক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে কাদের বলেন, বিএনপি গৃহীত পদক্ষেপের জন্য সরকারকে সাধুবাদ না জানিয়ে হীন রাজনৈতিক উদ্দেশে সরকারের সমালোচনা করে যাচ্ছে।