‘আপত্তিকর কিছু করে ভাইরাল হওয়ার ইচ্ছে নেই’
- আপডেট সময় ০৮:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ১৫৯ বার পড়া হয়েছে
এ প্রজন্মের উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী নীল হুরেজাহান। রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করলেও একটি বেসরকারি টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি।
ইতোমধ্যে অভিনয়েও নিজের দক্ষতা প্রমাণ করেছেন এই অভিনেত্রী। তবে আর যাই হোক, আপত্তিকর কিছু করে ভাইরাল হওয়ার ইচ্ছে নেই বলে মন্তব্য করেছেন নীল।সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। নীল বলেন, আমরা নেতিবাচক বিষয় নিয়ে বেশি আলোচনা করি এবং সেটাকে হাইলাট করি। আর এ কারণে হয়তো ইতিবাচক বিষয়গুলোর যথাযথ মূল্যায়ন হয় না।
আর মানুষের এই নেতিবাচক চর্চাকেই ‘রুচির দুর্ভিক্ষ’ হিসেবে বোঝাতে চেয়েছেন মামুনুর রশীদ স্যার। এর সঙ্গে টক শোয়ের রুচির দুর্ভিক্ষের কোনো সম্পর্ক নেই। তবে শোয়ের মধ্যে অনেকে হয়তো ‘আপত্তিকর’ বা ‘বিতর্কিত’ কিছু করে ভাইরাল হতে চায়। ভিউ পেতে চায়, কিন্তু আমার এমন কোনো ইচ্ছে নেই। সেটা করে না।
অভিনেত্রী আরও বলেন, নতুন যারা উপস্থাপনায় আসতে চায়, তাদেরকে আগে তৈরি হতে হবে। কাজকে ভালোবেসে এ মাধ্যমে আসতে হবে। আর রাতারাতি তারকা বনে যাওয়ার মানসিকতা রাখা যাবে না। বরং সংগ্রাম করে নিজের জায়গা তৈরির মানসিকতা থাকতে হবে।