আমরা প্রেমিকা হিসেবে সুন্দরী : শিরিন শিলা
- আপডেট সময় ১০:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ১৬৫ বার পড়া হয়েছে
নতুন প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। যেখানেই যান বা যাই করেন- নেটিজেনদের সঙ্গে ভাগ করেন এ নায়িকা।
গত বুধবার (৮ মার্চ) নারী দিবসে শাড়ি পরা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন শিরিন শিলা। ক্যাপশনে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘আমরা কন্যাসন্তান হিসেবে মিষ্টি, আমরা বোন হিসেবে যত্নবান, আমরা প্রেমিকা হিসেবে সুন্দরী, আমরা স্ত্রী হিসেবে প্রিয়তমা, আমরা মা হিসেবে পরম মমতাময়ী, আমরা শক্তির আঁধার, আমরা নারী!’
প্রসঙ্গত, ‘হিটম্যান’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পথচলা শুরু শিরিন শিলার। তবে প্রথম সিনেমায় নায়িকা হিসেবে নয়, একটি পার্শ্বচরিত্র ও আইটেম গানে পারফর্ম করেন তিনি।এরপর একে একে ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘মিয়াবিবি রাজী’, ‘আমার সিদ্ধান্ত’ সিনেমায় নায়িকা হিসেবে দেখা গেছে শিরিন শিলাকে। তার অভিনীত সবশেষ ‘বীরাঙ্গনা ৭১’ সিনেমাটি মুক্তি পেয়েছে।