০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫
শিরোনাম
আরও ১০ জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৬:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১৯১ বার পড়া হয়েছে
করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৯৯৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩১ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৮৫০ জন। এর মধ্যে ২৯ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২০ লাখ ২৯ হাজার ৩৯৪ জন।উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম একজনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ভাইরাসটিতে দেশে প্রথম একজনের মৃত্যু হয়।
ট্যাগস