০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

আর্জেন্টিনাকে উড়িয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • / ১০৫ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-২ গোল ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। রোববার (২৩ এপ্রিল) রাতে আসরের ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে অলিম্পিকো আতাহুয়ালপা স্টেডিয়ামে লিওনেল মেসির উত্তরসূরিদের হারিয়েছে ব্রাজিলের যুবারা।

এই জয়ে সব কটি ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে সেলেসাওদের যুবারা। যদিও অন্য আরেক ম্যাচের ওপরই মূলত নেইমারের উত্তরসূরিদের শিরোপা ভাগ্য নির্ভর করছিল। যেখানে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল স্বাগতিক ইকুয়েডর। এই ম্যাচে স্বাগতিকরা জয় পেলেই শিরোপার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যেত ব্রাজিলিয়ান যুবাদের। কিন্তু সেই ম্যাচে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকরা। এর ফলে আসরের ১৩তম শিরোপার স্বাদ পেয়েছে লাতিন আমেরিকার দল ব্রাজিল।

যদিও আসরের পুরোটা সময়জুড়েই শ্রেষ্ঠত্বের লড়াই করেছে ব্রাজিল ও ইকুয়েডর। গতদিনের ম্যাচের আগে পয়েন্ট তালিকায় শীর্ষেই ছিল স্বাগতিকরা। আর শিরোপার দাবিদার থেকে আগেই ছিটকে গিয়েছিল আলবিসেলেস্তেরা। ৫ ম্যাচে ২ জয় আর এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে ছিল আকাশি-নীল জার্সিধারীদের যুবারা।শিরোপার লড়াইয়ে টিকে থাকার ম্যাচে আর্জেন্টাইনদের বিপক্ষে গোল করেন ব্রাজিলিয়ান যুবাদের এডুয়ার্ডো অ্যানাস্তাসিও, রিকুয়েলমে ফিলিপ ও জোয়াও পেড্রো।

আর আর্জেন্টাইনদের হয়ে লক্ষ্যভেদ করেন ক্লদিও এচেভেরি ও ভ্যালেন্টিন গিমেনেজ। যদিও হারের ম্যাচে লাল কার্ড দেখেন ম্যানুয়েল ভিলালবা। এদিকে এবারের চ্যাম্পিয়নশিপের সেরা চার দল হলো- ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা। এই দলগুলো এরই মধ্যে কনমেবল অঞ্চল থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনাকে উড়িয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

আপডেট সময় ১১:০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-২ গোল ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। রোববার (২৩ এপ্রিল) রাতে আসরের ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে অলিম্পিকো আতাহুয়ালপা স্টেডিয়ামে লিওনেল মেসির উত্তরসূরিদের হারিয়েছে ব্রাজিলের যুবারা।

এই জয়ে সব কটি ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে সেলেসাওদের যুবারা। যদিও অন্য আরেক ম্যাচের ওপরই মূলত নেইমারের উত্তরসূরিদের শিরোপা ভাগ্য নির্ভর করছিল। যেখানে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল স্বাগতিক ইকুয়েডর। এই ম্যাচে স্বাগতিকরা জয় পেলেই শিরোপার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যেত ব্রাজিলিয়ান যুবাদের। কিন্তু সেই ম্যাচে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকরা। এর ফলে আসরের ১৩তম শিরোপার স্বাদ পেয়েছে লাতিন আমেরিকার দল ব্রাজিল।

যদিও আসরের পুরোটা সময়জুড়েই শ্রেষ্ঠত্বের লড়াই করেছে ব্রাজিল ও ইকুয়েডর। গতদিনের ম্যাচের আগে পয়েন্ট তালিকায় শীর্ষেই ছিল স্বাগতিকরা। আর শিরোপার দাবিদার থেকে আগেই ছিটকে গিয়েছিল আলবিসেলেস্তেরা। ৫ ম্যাচে ২ জয় আর এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে ছিল আকাশি-নীল জার্সিধারীদের যুবারা।শিরোপার লড়াইয়ে টিকে থাকার ম্যাচে আর্জেন্টাইনদের বিপক্ষে গোল করেন ব্রাজিলিয়ান যুবাদের এডুয়ার্ডো অ্যানাস্তাসিও, রিকুয়েলমে ফিলিপ ও জোয়াও পেড্রো।

আর আর্জেন্টাইনদের হয়ে লক্ষ্যভেদ করেন ক্লদিও এচেভেরি ও ভ্যালেন্টিন গিমেনেজ। যদিও হারের ম্যাচে লাল কার্ড দেখেন ম্যানুয়েল ভিলালবা। এদিকে এবারের চ্যাম্পিয়নশিপের সেরা চার দল হলো- ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা। এই দলগুলো এরই মধ্যে কনমেবল অঞ্চল থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।