০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

আল-নাসরের অংশ হতে পেরে গর্বিত রোনালদো

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৪:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ৯৪ বার পড়া হয়েছে

সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়ে শুরুতে নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শুরুর সেই ধাক্কা সামলে মধ্যপ্রাচ্যের দেশটিতে সময়টা দারুণ যাচ্ছে পর্তুগিজ তারকার।

গতমাসে আল-নাসরের হয়ে দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করেছেন রোনালদো। এর জন্যই সৌদি প্রো লিগের ফেব্রুয়ারি মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সিআরসেভেন।গত শুক্রবার রাতে ঘরের মাঠে আল-বাতিনের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে পিছিয়ে থাকার পরও নাটকীয়ভাবে ৩-১ গোলে জয় পায় আল-নাসর। এই ম্যাচে গোলের দেখা পাননি ৩৮ বছর বয়সী রোনালদো।

সৌদি প্রো লিগের এই খেলা শুরুর আগে পর্তুগিজ মহাতারকার হাতে মাসসেরার সম্মাননা তুলে দেওয়া হয়েছে। সৌদিতে প্রথমবার মাসসেরার পুরস্কার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। তিনি লিখেছেন, ‘সৌদি লিগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি খুশি। আশা করি, অনেকগুলোর মধ্যে এটিই প্রথম! আল নাসর দলের অংশ হতে পেরে গর্বিত।’

সৌদির ক্লাবে যোগ দেওয়ার আগে ৬১টি হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। কয়েকদিনের ব্যবধানে তিনি সেটিকে ৬৩’তে পরিণত করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস তারকা। এদিকে রোনালদোকে দলে টানার আগে লিগের শীর্ষস্থানেও ছিল না আল-নাসর। তবে পর্তুগিজ উইঙ্গার দলের যোগ দিতেই বদলে যায় দৃশ্যপট। দুইয়ে থাকা আল ইত্তিহাদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে রয়েছে রিয়াদের ক্লাবটি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আল-নাসরের অংশ হতে পেরে গর্বিত রোনালদো

আপডেট সময় ০৪:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়ে শুরুতে নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শুরুর সেই ধাক্কা সামলে মধ্যপ্রাচ্যের দেশটিতে সময়টা দারুণ যাচ্ছে পর্তুগিজ তারকার।

গতমাসে আল-নাসরের হয়ে দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করেছেন রোনালদো। এর জন্যই সৌদি প্রো লিগের ফেব্রুয়ারি মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সিআরসেভেন।গত শুক্রবার রাতে ঘরের মাঠে আল-বাতিনের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে পিছিয়ে থাকার পরও নাটকীয়ভাবে ৩-১ গোলে জয় পায় আল-নাসর। এই ম্যাচে গোলের দেখা পাননি ৩৮ বছর বয়সী রোনালদো।

সৌদি প্রো লিগের এই খেলা শুরুর আগে পর্তুগিজ মহাতারকার হাতে মাসসেরার সম্মাননা তুলে দেওয়া হয়েছে। সৌদিতে প্রথমবার মাসসেরার পুরস্কার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। তিনি লিখেছেন, ‘সৌদি লিগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি খুশি। আশা করি, অনেকগুলোর মধ্যে এটিই প্রথম! আল নাসর দলের অংশ হতে পেরে গর্বিত।’

সৌদির ক্লাবে যোগ দেওয়ার আগে ৬১টি হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। কয়েকদিনের ব্যবধানে তিনি সেটিকে ৬৩’তে পরিণত করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস তারকা। এদিকে রোনালদোকে দলে টানার আগে লিগের শীর্ষস্থানেও ছিল না আল-নাসর। তবে পর্তুগিজ উইঙ্গার দলের যোগ দিতেই বদলে যায় দৃশ্যপট। দুইয়ে থাকা আল ইত্তিহাদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে রয়েছে রিয়াদের ক্লাবটি।