ইউরোপে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব পাকিস্তানের
- আপডেট সময় ০৭:৩৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ১১২ বার পড়া হয়েছে
এশিয়া কাপের ভেন্যু নিয়ে নাটকীয়তা থামছেই না। কাগজে-কলমে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান; তবে সেখানে খেলা হবে কি না, তা নিয়েই শঙ্কা। পাকিস্তানে খেলতে যেতে রাজি না ভারত। এমনকি হাইব্রিড পদ্ধতিতেও হচ্ছে না ছয় জাতির এই টুর্নামেন্ট।পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠির ভাষ্যমতে, ১৩ ম্যাচের মধ্যে অন্তত ৪ ম্যাচ ঘরের মাঠে আয়োজনে আগ্রহী পিসিবি। আর ফাইনালসহ বাকি ৯ ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনে আপত্তি নেই পিসিবির।
তবে তার এই প্রস্তাবেও সাড়া দেয়নি এশিয়ান ক্রিকেট কমিটির (এসিসি) সদস্যরা। এবার গণমাধ্যমে নতুন খবর। ইউরোপে এশিয়া কাপ আয়োজনে আগ্রহী পিসিবি প্রধান নাজাম শেঠি। ক্রিকেট পাকিস্তানের ওয়েবসাইটে স্পোর্টস আওয়ারে দেওয়া এক সাক্ষাত্কারে বিষয়টি জানিয়েছেন তিনি। শেঠির ভাষ্য, এশিয়া কাপের টুর্নামেন্টটি যুক্তরাজ্যে হতে পারে। আর আয়োজক হিসাবে, টুর্নামেন্টের ভেন্যু বেছে নেওয়ার কর্তৃত্ব পাকিস্তানের রয়েছে।
শেঠি আরও যোগ করেন, এশিয়া কাপের ভেন্যু হিসেবে ইংল্যান্ড হতে পারে। এরও আগে এক সাক্ষাৎকারে পিসিবি প্রেসিডেন্ট নাজাম শেঠি বলেছিলেন, হাইব্রিড মডেল হলো একটি সমঝোতা এবং আমরা এর জন্য প্রস্তুত। আমরা এশিয়া কাপ দুই পর্বে আয়োজনের প্রস্তাব দিয়েছি। গ্রুপ পর্বের চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। এরপর, আমরা সবাই একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলতে যাব। ফাইনালসহ বাকি ম্যাচ হবে সেখানে।
উল্লেখ্য, সব ঠিক থাকলে আইসিসির এফটিপি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে মাঠে গড়ানোর কথা চলতি বছরের এশিয়া কাপের। এবার ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে খেলবে নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপের দলগুলো হলো- বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। সুপার ফোরে দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে। সেখানে রাউন্ড রবিন লিগ শেষে ফাইনালে যাবে শীর্ষ দুই দল।