০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ইমরান খানকে অবিলম্বে মুক্তির নির্দেশ

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ১০৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (১১ মে) দেশটির সুপ্রিম কোর্টের তিন বিচারপতির একটি বেঞ্চ এ নির্দেশ দেন।

শুনানিতে ইমরান খানের আইনজীবীরা আদালতকে বলেন, আগাম জামিন নিতে গিয়ে আদালত চত্বর থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এভাবে গ্রেপ্তারের মাধ্যমে আদালত অবমাননা করা হয়েছে।

এ সময় আদালত প্রাঙ্গণ থেকে ইমরানের গ্রেপ্তারকে বিচার বিভাগের জন্য ‘অসম্মান’ বলে অভিহিত করেন প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল। তিনি বলেন, আদালতে আত্মসমর্পণের অধিকার নষ্ট করা যাবে না। এর আগে, গত মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়।

এরপর পাকিস্তানের বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার দলের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ২৯০ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দেশটির বিভিন্ন শহরে সেনা মোতায়েন করা হয়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ইমরান খানকে অবিলম্বে মুক্তির নির্দেশ

আপডেট সময় ০৯:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (১১ মে) দেশটির সুপ্রিম কোর্টের তিন বিচারপতির একটি বেঞ্চ এ নির্দেশ দেন।

শুনানিতে ইমরান খানের আইনজীবীরা আদালতকে বলেন, আগাম জামিন নিতে গিয়ে আদালত চত্বর থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এভাবে গ্রেপ্তারের মাধ্যমে আদালত অবমাননা করা হয়েছে।

এ সময় আদালত প্রাঙ্গণ থেকে ইমরানের গ্রেপ্তারকে বিচার বিভাগের জন্য ‘অসম্মান’ বলে অভিহিত করেন প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল। তিনি বলেন, আদালতে আত্মসমর্পণের অধিকার নষ্ট করা যাবে না। এর আগে, গত মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়।

এরপর পাকিস্তানের বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার দলের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ২৯০ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দেশটির বিভিন্ন শহরে সেনা মোতায়েন করা হয়েছে।