০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
শিরোনাম
ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ, নিহত ৪
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ১১:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ২১২ বার পড়া হয়েছে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে পরিস্থিতি সামাল দিতে সেনা নামানো হয়েছে। সহিংসতার ঘটনায় পেশোয়ারে চারজন নিহত হয়েছে। খবর জিও নিউজের।
বুধবার (১০ মে) বিকেল ৫টা পর্যন্ত পাকিস্তানের পেশোয়ারে সহিংসতায় ৪ জন নিহত ও বহু আহতের খবর পাওয়া গেছে। সংঘাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমরান খানের কয়েকশ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, জরুরি কক্ষের চিকিৎসকরা গুলিবিদ্ধ চারটি মরদেহ গ্রহণ করেছেন।
তাছাড়া আরও বেশ কিছু মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে, তার ১৪ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)।
ট্যাগস











