ঈদযাত্রার শেষদিনে চলবে শতাধিক ট্রেন
- আপডেট সময় ০২:৫৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ৮১ বার পড়া হয়েছে
গত কয়েক দিন ধরেই বাস-ট্রেন ও লঞ্চসহ বিভিন্নভাবে ঢাকা ছাড়ছে মানুষ। উদ্দেশ্য একটাই, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। এদিকে ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর স্টেশন থেকে আন্তনগর ও লোকাল মিলে মোট ৫৫ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে চলাচল করবে বলে জানা গেছে।
এ ছাড়া কয়েক জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের দিনেও চলবে বিশেষ ট্রেন। শুক্রবার (২১ এপ্রিল) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এবার প্রথমবারের মতো ট্রেনে ঈদযাত্রার শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হয়। এর ফলে যাত্রীদের টিকিট কিনতে ভোগান্তিতে পড়তে হয়নি। যাত্রীরা ঘরে বসেই অনলাইনে টিকিট কিনতে পেড়েছেন। ঈদযাত্রার শেষদিন হওয়ায় শুক্রবার কমলাপুর স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
তবে কেউ টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ করতে পারছেন না। টিকিট না থাকলে তাকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ডিং টিকিট কেটে স্টেশনে প্রবেশ করতে হচ্ছে। এ ছাড়া এবার ঈদযাত্রায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা সাতটি ট্রেন গত ১৭ এপ্রিল থেকে রাজধানীর বিমানবন্দর স্টেশনে থামছে না। ট্রেনগুলো সরাসরি কমলাপুর স্টেশনে চলে আসছে। ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে এমন উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার পর্যন্ত ঢাকাগামী একতা এক্সপ্রেস, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না। এবার ঈদযাত্রায় আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গত ৭ এপ্রিল থেকে। ওইদিন বিক্রি হয় ১৭ এপ্রিলের টিকিট। এরপর ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি হয় ২১ এপ্রিলের টিকিট।
প্রতিদিন আন্তনগর ট্রেনে টিকিট ও স্ট্যান্ডিং টিকিট মিলে প্রায় ৬০ হাজারের অধিক যাত্রী ঢাকা ছাড়ছেন। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, আজ শেষ দিন হওয়ায় যাত্রীদের চাপ অনেক বেশি। তবে শৃঙ্খলার মধ্য দিয়ে সবাই স্টেশনে প্রবেশ করছেন। এখন পর্যন্ত আমাদের ট্রেন সময়মতো ছেড়েছে। এতে যাত্রীরাও খুশি।