০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়ে আবারও আলোচনায় আরাভ খান
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ১১:৪০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ১১৮ বার পড়া হয়েছে
শুক্রবার দুবাইয়ে ঈদ হয়েছে। ঈদ উপলক্ষে দুবাই থেকেই ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আলোচিত আরাভ খান।
শুক্রবার (২২ এপ্রিল) ফেসবুকে স্ট্যাটাসে আরাভ লেখেন, সবাইকে ঈদ মোবারক! আপনাদের সকলের ঈদ সুখী ও শান্তিপূর্ণ হোক। নামাজ পড়ি এবং সবার জন্য দোয়া করি।
এর আগে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, দুবাইয়ে আরাভ খানকে গ্রেপ্তার করা হয়নি। তবে তার রহস্য উদঘাটন করা হচ্ছে। যদি কোনো অপরাধী বিদেশে গিয়ে নিজের পরিচয় প্রকাশ করে, তার পালিয়ে থাকার সুযোগ নেই। রাজনৈতিক আশ্রয় না থাকলে তিনি (আরাভ) পালিয়ে থাকতে পারবেন না।
আরাভ খান গ্রেপ্তার কিংবা নজরদারিতে এমন আলোচনার মধ্যেই তার ফেসবুক স্ট্যাটাসে ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি এই মুহূর্তে ঠিক কোথায়? আদৌ নজরদারিতে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
ট্যাগস