ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
- আপডেট সময় ১১:৩১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ৮৫ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২২ এপ্রিল) বঙ্গভবনে রাষ্ট্রপতি ও গণভবনে প্রধানমন্ত্রী আলাদাভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বঙ্গভবন প্রেস উইং জানায়, বঙ্গভবনে ঈদের দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাষ্ট্রপতি সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্র প্রধান সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী ও বেসামরিক এবং সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদুল ফিতর উপলক্ষে গণভবনে আলাদভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে এটিই আবদুল হামিদের শেষ ঈদ উদযাপন। আগামী ২৪ এপ্রিল নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।