ঈদে জোভান-পায়েলের ‘লাভ ইউ ভাইয়া’
- আপডেট সময় ০৯:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১০৫ বার পড়া হয়েছে
এ প্রজন্মের জনপ্রিয় দুই তারকা জোভান-পায়েল। আসন্ন ঈদে প্রেমের উষ্ণতা ছড়াতে পর্দায় হাজির হবেন এই তারকাজুটি। মুহাম্মদ মিফতাহ আনান নির্মিত ‘লাভ ইউ ভাইয়া’ নাটকে অভিনয় করেছেন জোভান-পায়েল। নাটকের গল্প ও চিত্রনাট্যও করেছেন নির্মাতা নিজেই।
নাটকের গল্পে মানিক চরিত্রে জোভান এবং ঝিনুক চরিত্রে দেখা যাবে পায়েলকে। একই গ্রামের পাশাপাশি দুই বাড়ির ছেলে-মেয়ের মধ্যে প্রেমের ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে এর কাহিনি।
যেখানে দেখা যাবে, মানিক তার গ্রামের বিভিন্ন মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক করতে চায়। কিন্তু তার এই ইচ্ছায় বাঁধা হয়ে দাঁড়ায় পাশের বাড়ির মেয়ে ঝিনুক। কারণ, বন্ধু ও প্রেমিক হিসেবে মানিককে চায় ঝিনুক। কিন্তু মানিক সেটা মানতে একেবারেই নারাজ!
এমন নানা জটিলতার ভেতর দিয়ে দর্শকরা উপভোগ করতে পারবেন মিষ্টি প্রেমের এই গল্প। প্রসঙ্গত, আসন্ন ঈদুল ফিতরে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে জোভান-পায়েল অভিনীত নাটক ‘লাভ ইউ ভাইয়া’।