০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
শিরোনাম
ঈদে পদ্মা সেতুতে বাইকারদের সুশৃঙ্খল চলাচল অনন্য : কাদের

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৭:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ১১৫ বার পড়া হয়েছে
ঈদে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালকরা সুশৃঙ্খলভাবে চলাচল করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৪ এপ্রিল) সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক ছিল। এর চেয়ে ভোগান্তিহীন যাত্রা অনেক বছর ধরে হয়ে ওঠেনি। তিনি বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে না দেওয়ায় বাইকাররা অসন্তোষ ছিল। চালু করে দেওয়ার পর তরুণরা যে পরিমাণ শৃঙ্খলার সঙ্গে চালিয়েছে তা অনন্য। সুশৃঙ্খলভাবে তারা পদ্মা সেতুতে যাতায়াত করছেন।
কর্মকর্তাদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ঈদ শেষে মানুষ ফিরে আসতে শুরু করেছে। ঘরমুখো যাত্রা যেমন স্বস্তিদায়ক ছিল, তেমনি ফিরে আসাটাও যেন স্বস্তিদায়ক হয়। মানুষের কর্মস্থলে ফেরার যাত্রা নিরাপদ করতে আপনারা চেষ্টা করবেন।
ট্যাগস