১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
শিরোনাম
ঈদে মোটরসাইকেল চলাচল নিয়ে যা বললেন কাদের
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৭:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ১০৩ বার পড়া হয়েছে
আসন্ন ঈদের সময় পদ্মা সেতু ছাড়া সব জায়গায় মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোবিবার (৯ এপ্রিল) রাজধানীর বনানীতে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে এক সভায় তিনি এ কথা জানান।
কাদের বলেন, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে না। ফেরি দিয়ে পদ্মা নদী পার হবে মোটরসাইকেল। এ ছাড়া সব জায়গায় মোটরসাইকেল চলবে। মহাসড়কে দুর্ঘটনা রোধে গত বছর ঈদুল আজহায় মোটরসাইকেল চলাচলে এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করেছিল সরকার। তবে, এবার মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধের বাধা নেই।
এদিকে নৌপুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেছেন, এবারের ঈদযাত্রায় লঞ্চে মোটরসাইকেল উঠবে না। তিনি আরও বলেন, যাত্রা নির্বিঘ্ন করতে নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রাখা ও দুর্ঘটনা এড়াতে ১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বালু, পাথর ও কয়লাবাহী বাল্কহেড চালানো বন্ধ থাকবে।
ট্যাগস