‘এই অহংকার কিছুক্ষণ দাঁড়িয়ে না দেখলে উপলব্ধি করা মুশকিল’
- আপডেট সময় ১১:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ৮৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া থেকে ফেরার পথে কিছু সময়ের জন্য গাড়ি থেকে নেমে পদ্মা সেতুতে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় তিনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর বুধবার (২৬ এপ্রিল) জাতির পিতার সমাধি সৌধে প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন মো. সাহাবুদ্দিন। এরপর পুনরায় ঢাকায় ফেরেন তিনি। নতুন রাষ্ট্রপতি বলেন, টুঙ্গিপাড়া থেকে ঢাকার পথে আজকের এই পদ্মা সেতুতে দাঁড়িয়ে অতি অল্প সময়ে জন্য পদ্মার এ মোহনীয় রূপে অবগাহন করছি আর ভাবছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদানের কথা।
নিজস্ব অর্থায়নে নির্মিত এই পদ্মা সেতুর কারণে আজ বাংলাদেশ ও বাঙালি জাতি আত্মনির্ভর ও মর্যাদাশীল জাতি হিসেবে সমগ্র বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও সততার কারণেই সম্ভব হয়েছে।তাই মনে করলাম-একটু দাঁড়াই, একটু দেখি। এই অর্জন, এই আত্মনির্ভরতার প্রতীক, এই অহংকার কিছুক্ষণ দাঁড়িয়ে না দেখলে উপলব্ধি করা মুশকিল।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা জাতির প্রত্যাশা পূরণ করেছেন এবং বাঙালি জাতি তথা বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন-যা সত্যিই ঈর্ষণীয়। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের বিষয়ে মো. সাহাবুদ্দিন বলেন, শুধু বাঙালি জাতি নয়, সারা বিশ্বের বাঙালি জাতির জাতীয়তাবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে সমাহিত করার স্থানটি আজ তীর্থস্থানে পরিণত হয়েছে।