এই সরকারকে হটাতে জাতীয় ঐক্য গড়তে হবে : ফখরুল
- আপডেট সময় ০৩:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চলছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দুর্বিষহ জাতীয় সংকট থেকে মুক্তি পেতে সরকার হটাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে জাতীয় ঐক্য গড়তে হবে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার পতন ছাড়া এদেশের সমস্যা সমাধান সম্ভব নয়। কারণ, তারা এতটাই দুর্নীতিপরায়ণ হয়ে গেছে—ব্যাংকগুলোকে শেষ করে অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করছে বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তারা জনগণের ভোটে নির্বাচিত হলে জবাবদিহিতা করতে হতো। তারা সব সময় মিথ্যা প্রচার-প্রচারণা চালায়, ভয়-ভীতি ও চাপ সৃষ্টি করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখে। তারা মিথ্যা ধারণার মধ্যে জনগণকে রাখতে চায়। কিন্তু এর ভুক্তভোগী জনগণ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমাদের দাবি হচ্ছে তার (খালেদা জিয়ার) মুক্তি। তার মুক্তিটা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। রাজনীতিতে ফেরার বিষয়টিও মুক্তির ওপরই নির্ভর করছে।