০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

ওশাদির স্পিনে বিধ্বস্ত বাংলাদেশ

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ৮১ বার পড়া হয়েছে

বৃষ্টির কারণে ভেসে যায় শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ। দুই দলের সমঝোতায় বৃহস্পতিবার (৪ মে) পুনঃনির্ধারিত দ্বিতীয় ওয়ানডেও একই হাল হচ্ছিল। কিন্তু ৩০ ওভারে নেমে আসে ৫০ ওভারে ম্যাচ। তবে এদিন শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে ৫৮ রানে হেরেছে বাংলাদেশ নারী দল।

বৃহস্পতিবার (৪ মে) কলম্বোতে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে লঙ্কান মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিগার সুলতানার দল। শেষ পর্যন্ত ১২৮ রানেই থেমে যায় বাংলাদেশের নারীরা। এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল লঙ্কানরা। লঙ্কানদের এই জয়ের মূল নায়ক অধিনায়ক চামারি আত্তাপাত্তু।

ওপেনিংয়ে নেমে ৬০ বলে ৬৪ রান করেন এই ব্যাটার। এরপর তিনে নেমে ৪৮ বলে ৪৫ রান করেন হারশিথা সামারাবিক্রমা। শেষ দিকে আনুশকার ১২ ও কাশিভার ২৫ রানের সুবাদে লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা।টাইগ্রেসদের হয়ে একটি করে উইকেট শিকার করেন ফাহিমা খাতুন, সুলতানা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তার এবং জাহানারা আলম। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় সাত রানে ফেরেন শামীমা সুলতানা।

এরপর সোবহানা মুস্তারিকে নিয়ে দলের হাল ধরেন মুর্শিদা খাতুন। কিন্তু তিনিও ব্যর্থ। দলীয় ৩১ রানেই সাজঘরে ফেরেন মুস্তারী। দলীয় ৯৬ রানে অধিনায়ক ফেরার পর আর কেউ দলের হাল ধরতে পারেনি। শেষ পর্যন্ত ১২৮ রানে অলআউট হয় লাল-সবুজরা। শ্রীলঙ্কার হয়ে ৩৪ রানে ৫ উইকেট নিয়েছেন ওশাদি রানা-সিংহে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ওশাদির স্পিনে বিধ্বস্ত বাংলাদেশ

আপডেট সময় ১১:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

বৃষ্টির কারণে ভেসে যায় শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ। দুই দলের সমঝোতায় বৃহস্পতিবার (৪ মে) পুনঃনির্ধারিত দ্বিতীয় ওয়ানডেও একই হাল হচ্ছিল। কিন্তু ৩০ ওভারে নেমে আসে ৫০ ওভারে ম্যাচ। তবে এদিন শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে ৫৮ রানে হেরেছে বাংলাদেশ নারী দল।

বৃহস্পতিবার (৪ মে) কলম্বোতে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে লঙ্কান মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিগার সুলতানার দল। শেষ পর্যন্ত ১২৮ রানেই থেমে যায় বাংলাদেশের নারীরা। এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল লঙ্কানরা। লঙ্কানদের এই জয়ের মূল নায়ক অধিনায়ক চামারি আত্তাপাত্তু।

ওপেনিংয়ে নেমে ৬০ বলে ৬৪ রান করেন এই ব্যাটার। এরপর তিনে নেমে ৪৮ বলে ৪৫ রান করেন হারশিথা সামারাবিক্রমা। শেষ দিকে আনুশকার ১২ ও কাশিভার ২৫ রানের সুবাদে লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা।টাইগ্রেসদের হয়ে একটি করে উইকেট শিকার করেন ফাহিমা খাতুন, সুলতানা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তার এবং জাহানারা আলম। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় সাত রানে ফেরেন শামীমা সুলতানা।

এরপর সোবহানা মুস্তারিকে নিয়ে দলের হাল ধরেন মুর্শিদা খাতুন। কিন্তু তিনিও ব্যর্থ। দলীয় ৩১ রানেই সাজঘরে ফেরেন মুস্তারী। দলীয় ৯৬ রানে অধিনায়ক ফেরার পর আর কেউ দলের হাল ধরতে পারেনি। শেষ পর্যন্ত ১২৮ রানে অলআউট হয় লাল-সবুজরা। শ্রীলঙ্কার হয়ে ৩৪ রানে ৫ উইকেট নিয়েছেন ওশাদি রানা-সিংহে।