কাতারে লিজেন্ডস লিগ ক্রিকেটের পর্দা উঠছে আজ
- আপডেট সময় ০৫:১৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ১৩৪ বার পড়া হয়েছে
গোটা দুনিয়ায় ক্রিকেটীয় ব্যস্ততা চলছে। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের এমন ব্যস্ত ক্রীড়াসূচির মধ্যেই এবার মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হতে যাচ্ছে কিংবদন্তিদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট লিজেন্ডস লিগ ক্রিকেট বা এলএলসি মাস্টার্স।
আজ (১০ মার্চ) দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে তিন দলের এই মেগা টুর্নামেন্টের। এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়াম নামেও পরিচিত এই মাঠেই গড়াবে আসরের সবগুলো ম্যাচ।
আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গৌতম গম্ভীরের ইন্ডিয়া মহারাজাস ও শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন এশিয়া লায়ন্স। টুর্নামেন্টের অন্য আরেকটি দল ওয়ার্ল্ড জায়ান্টসকে নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ।
এই লিগে বাংলাদেশের সাবেক দুই তারকা ক্রিকেটার রাজিন সালেহ ও আব্দুর রাজ্জাক এশিয়া লায়ন্স স্কোয়াডে রয়েছেন। মোট ৬টি লিগ ম্যাচ, একটি এলিমিনেটর ও ফাইনাল মিলিয়ে মোট ৮টি ম্যাচ খেলা শেষ হবে আগামী ২০ মার্চ।