০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

কাতার সফর নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:৪২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • / ৮০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফর শেষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন আগামী সোমবার (১৩ মার্চ)। গণভবনে ডাকা এ সংবাদ সম্মেলন বিকেল সাড়ে ৪টায় হওয়ার কথা রয়েছে। শনিবার (১১ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার নিশ্চিত করেছেন।

বুধবার (৮ মার্চ) প্রধানমন্ত্রী কাতার সফর শেষে দেশে ফেরেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল-থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দেন। কাতার সফরকালে প্রধানমন্ত্রী এলডিসি-৫-এর উদ্বোধন অনুষ্ঠানসহ বেশ কয়েকটি বৈঠকে যোগ দেন। সেসব অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে কথা বলেন।

এসময় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল-থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কাতার থেকে এলএনজি আমদানি, প্রবাসী শ্রমিকদের ইস্যুসহ দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলাপ করেন। প্রধানমন্ত্রী এ সফরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি, কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেইখা মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

কাতার সফর নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:৪২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফর শেষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন আগামী সোমবার (১৩ মার্চ)। গণভবনে ডাকা এ সংবাদ সম্মেলন বিকেল সাড়ে ৪টায় হওয়ার কথা রয়েছে। শনিবার (১১ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার নিশ্চিত করেছেন।

বুধবার (৮ মার্চ) প্রধানমন্ত্রী কাতার সফর শেষে দেশে ফেরেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল-থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দেন। কাতার সফরকালে প্রধানমন্ত্রী এলডিসি-৫-এর উদ্বোধন অনুষ্ঠানসহ বেশ কয়েকটি বৈঠকে যোগ দেন। সেসব অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে কথা বলেন।

এসময় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল-থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কাতার থেকে এলএনজি আমদানি, প্রবাসী শ্রমিকদের ইস্যুসহ দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলাপ করেন। প্রধানমন্ত্রী এ সফরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি, কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেইখা মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেন।