০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

কালিয়াকৈরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:৩৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / ১১৭ বার পড়া হয়েছে

গাজীপুর কালিয়াকৈর উপজেলার ফুলচালা গ্রাম থেকে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে দুটি রামদা, একটি সামুরাই, দুটি চাপাতি ও বেশ কিছু রশি উদ্ধার করেছে। বুধবার (১ মার্চ) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামের রহম আলীর ছেলে জয়নাল আবেদীন (৩৫), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা গ্রামের রহমান আলীর ছেলে তৌফিকুল ইসলাম (৩৪), একই উপজেলার আন্দারমানিক গ্রামের খালেক মৃধার ছেলে সবুজ মৃধা।

পুলিশ জানায়, গাজীপুর কালিয়াকৈর উপজেলার ফুলচালা গ্রামে একটি জঙ্গলের পাশে অবস্থান নিয়ে মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতরা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময়ে পুলিশ ধাওয়া করে ওই তিনজনকে গ্রেপ্তার করে। তখন তাদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ডাকাত সদস্যদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

কালিয়াকৈরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

গাজীপুর কালিয়াকৈর উপজেলার ফুলচালা গ্রাম থেকে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে দুটি রামদা, একটি সামুরাই, দুটি চাপাতি ও বেশ কিছু রশি উদ্ধার করেছে। বুধবার (১ মার্চ) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামের রহম আলীর ছেলে জয়নাল আবেদীন (৩৫), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা গ্রামের রহমান আলীর ছেলে তৌফিকুল ইসলাম (৩৪), একই উপজেলার আন্দারমানিক গ্রামের খালেক মৃধার ছেলে সবুজ মৃধা।

পুলিশ জানায়, গাজীপুর কালিয়াকৈর উপজেলার ফুলচালা গ্রামে একটি জঙ্গলের পাশে অবস্থান নিয়ে মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতরা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময়ে পুলিশ ধাওয়া করে ওই তিনজনকে গ্রেপ্তার করে। তখন তাদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ডাকাত সদস্যদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।