১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / ৮৩ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আশিষ বণিক (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) বিকেলের দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

আশিষ বণিককে নিয়ে আসা কারারক্ষী মো. রিয়াজ হোসেন বলেন, বিকেলের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত আশিষ বনিক কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার পিতার নাম রায় মোহন বনিক। তার হাজতি নম্বর ৪৯৮২৫/২৩।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

আপডেট সময় ০৭:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আশিষ বণিক (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) বিকেলের দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

আশিষ বণিককে নিয়ে আসা কারারক্ষী মো. রিয়াজ হোসেন বলেন, বিকেলের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত আশিষ বনিক কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার পিতার নাম রায় মোহন বনিক। তার হাজতি নম্বর ৪৯৮২৫/২৩।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।