১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
শিরোনাম
ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নারী নিহত
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৮:০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ১১৯ বার পড়া হয়েছে
কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই নারী।
সোমবার (২৪ এপ্রিল) ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার জামাল পাশা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ক্যাম্পের মোহাম্মদ হোসেনের স্ত্রী জমিলা বেগম। আহতরা হলেন, আবদুল করিমের স্ত্রী মনিরা বেগম এবং তাদের মেয়ে নুর ফাতেমা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার জামাল পাশা জানান, সোমবার সকালে ১২ থেকে ১৫ জন সশস্ত্র সন্ত্রাসী ক্যাম্পের সি-ব্লকে মনিরার ঘরে গিয়ে গুলি চালায়। এ সময় গুলিতে নিহত হয়েছেন মনিরার বোন জমিলা। গুলিবিদ্ধ হয়েছেন মনিরা ও তার মেয়ে নুর ফাতেমা। তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ট্যাগস