‘ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করব’
- আপডেট সময় ০৮:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / ১২৮ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি (জাপা) ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। শুক্রবার (৩ মার্চ) দুপুরে খুলনায় জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
চুন্নু বলেন, বিগত নির্বাচনে আওয়ামী লীগকে সাহায্য করেছি। ভেবেছিলাম আওয়ামী লীগ সুশাসন কায়েম করবে, দুর্নীতি বন্ধ করবে, মানুষের কল্যাণ করবে, লুটপাট করবে না। কিন্তু আমরা আশাহত হয়েছি। তিনি বলেন, জাতীয় পার্টি আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চাই না। দেশের মানুষ বিএনপি এবং আওয়ামী লীগকে চায় না। আগামীতে জাপা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেব।
জাপার মহাসচিব বলেন, আমরা ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করব। ঢাকাকেন্দ্রিক প্রশাসনকে আমরা বিকেন্দ্রীকরণ করব। কর্মবিমুখ শিক্ষার পরিবর্তে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করব। তিনি বলেন, সাংবিধানিক পদগুলোতে অনেক অযোগ্য লোক।
জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সাংবিধানিক পদগুলোতে যোগ্য লোক নিয়োগ দেওয়ার যথাযথ ব্যবস্থা করব। চুন্নু বলেন, আমরা চাই আনুপাতিক হারে নির্বাচন। যে নির্বাচনে প্রার্থী থাকবে না, মার্কা থাকবে। মার্কায় ভোট কাস্টিং হবে। ভোটে যে দল যত পার্সেন্ট ভোট পাবে, সে দল থেকে তত পার্সেন্ট এমপি হবে।