ক্ষমতাসীনরাই বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটিয়েছে : মির্জা ফখরুল
- আপডেট সময় ০৫:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১০৬ বার পড়া হয়েছে
রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা বিএনপি নয় ক্ষমতাসীনরাই ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার ( ৭এপ্রিল ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ তদন্ত যদি হয় তাহলে বেরিয়ে আসার আশঙ্কা রয়েছে, এটি সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দ্বারাই হয়েছে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা বিএনপির নাশকতা কি না তদন্ত করে দেখা দরকার বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া এমন বক্তব্যের তীব্র সমালোচনাও করেছেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে একটি নির্বাচনও গ্রহণযোগ্য হয়নি, অংশীদারত্বমূলক হয়নি। নির্বাচনগুলো আন্তর্জাতিক মানের হয়নি। এজন্য স্বাভাবিকভাবে জাতিসংঘ চিন্তিত। বাংলাদেশে যে গণতন্ত্র ছিল সেটি চলে গেছে।