খাবারের অপেক্ষায় রাস্তাতেই ঘুম অভিনেত্রীর
- আপডেট সময় ০৮:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ১০১ বার পড়া হয়েছে
ইসলাম ধর্মের অনুসারীরা গেল শনিবার মেতেছিল ঈদ উদযাপনে। আর এ দিকে কলকাতায় অনেকের কাছে ঈদ মানে জাকারিয়া স্ট্রিটের হরেক রকমের খাবার। ঈদের দিন নানা ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এই খাবারের লোভ যেন সামলাতেই পারছিলেন না কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
আর সেই খাবার খেতে মাথায় ওড়না এবং মুখে মাস্ক দিয়ে চুপিচুপি জাকারিয়া স্ট্রিট ঘুরতে বেড়িয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু খাবারের অপেক্ষায় থেকে অবশেষে রাস্তাতেই ঘুমিয়ে পড়েন প্রিয়াঙ্কা। এ দিন পানীয় থেকে শুরু করে সব রকমের খাবার পাওয়া যায় জাকারিয়া স্ট্রিট ফুডের দোকানগুলোতে। সেখানে সধারণ মানুষ থেকে তারকা সবার কাছেই এই স্ট্রিট খাবারগুলোর ব্যাপক চাহিদা রয়েছে।
কিন্তু ঈদে খাবারের দোকানগুলোতে অনেক ভির ছিল। তাই শেষ পর্যন্ত খাবারের অপেক্ষা করতে করতে প্রায় ঘুমিয়ে পড়েন প্রিয়াঙ্কা। আর এই সুযোগে খাবারের অপেক্ষায় ঘুমন্ত অভিনেত্রীকে ফ্রেমবন্দি করেন তার বন্ধুরা। এমনকি সোশ্যাল মিডিয়ায় সে সব ছবিগুলো আপলোডও করেছে তারা।