০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

খালেদা জিয়াকে বিকেলে হাসপাতালে নেওয়া হবে

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১২:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৫৮ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বিকেল ৩টার দিকে হাসপাতালে নেওয়া হবে।

এর আগে, গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। কিন্তু ২০২০ সালের মার্চে করোনা শুরু হলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। এরপর থেকে তিনি গুলশানের বাসায়ই থাকছেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়াকে বিকেলে হাসপাতালে নেওয়া হবে

আপডেট সময় ১২:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বিকেল ৩টার দিকে হাসপাতালে নেওয়া হবে।

এর আগে, গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। কিন্তু ২০২০ সালের মার্চে করোনা শুরু হলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। এরপর থেকে তিনি গুলশানের বাসায়ই থাকছেন।