০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই: আইনমন্ত্রী

মফস্বল ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৪৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাজা স্থগিত করে দুটি শর্তে খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি জামিনে রয়েছেন। এরপর তার পরিবারের পক্ষ থেকে আবেদন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তার বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। চাকরিরত অবস্থায় প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে কথা বলতে হবে। তিনি সেই শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং তিনি সরকারের পদে থেকে সরকার সম্বন্ধে মিথ্যা কথা বলেছেন। তিনি শেষে যেটা করেছেন, সেটা হলো ইনসাবর্ডিনেশন (অবাধ্যতা) এবং অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞাসা পর্যন্ত করেননি। এসব দোষে তিনি দোষী। গত তিন দিন ধরে অপেক্ষা করেছি, তিনি পদত্যাগও করেননি। সেজন্য তাকে ওই পদ থেকে বরখাস্ত করা হয়েছে। বর্ধিত সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি-জামায়াতের অভ্যাসই হচ্ছে ষড়যন্ত্র করা। তারা সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারবে না। তারা সবসময় পেছনের দরজা দিয়ে, জানালা ভেঙে দরজা তৈরি করে ঢোকার চেষ্টা করবে। আমরা দেশের জনগণ পেছনের দরজা দিয়ে তাদের ক্ষমতায় আসতে দেব না। নিশ্চিত থাকেন তারা ক্ষমতায় আসতে পারবে না-ইনশাআল্লাহ।

ড. ইউনূস প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দেশে আইন আছে, আইনের ঊর্ধ্বে কেউ না। যতই বিবৃতি দেওয়া হোক না কেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কারও কথায় চলবে না। সৈয়দাবাদ সরকারি আদর্শ কলেজ মিলনায়তনে বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাওছার ভুইয়া, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ প্রমুখ।

এর আগে শুক্রবার সকালে আইনমন্ত্রী আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে স্টেশনে আসেন। দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় মন্ত্রী যুগান্তরকে বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার কোনো সুযোগ নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারাগারে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করা নিয়ে আইনমন্ত্রী বলেন, আমি এখন পর্যন্ত জানি না যে, তিনি কোনো অপরাধ করেছেন কিনা। কেন তাকে জেলে যেতে হবে? তবে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে জেলে যেতে হবে। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, পৌর যুবলীগের সভাপতি মনির খান, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই: আইনমন্ত্রী

আপডেট সময় ১০:৪৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাজা স্থগিত করে দুটি শর্তে খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি জামিনে রয়েছেন। এরপর তার পরিবারের পক্ষ থেকে আবেদন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তার বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। চাকরিরত অবস্থায় প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে কথা বলতে হবে। তিনি সেই শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং তিনি সরকারের পদে থেকে সরকার সম্বন্ধে মিথ্যা কথা বলেছেন। তিনি শেষে যেটা করেছেন, সেটা হলো ইনসাবর্ডিনেশন (অবাধ্যতা) এবং অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞাসা পর্যন্ত করেননি। এসব দোষে তিনি দোষী। গত তিন দিন ধরে অপেক্ষা করেছি, তিনি পদত্যাগও করেননি। সেজন্য তাকে ওই পদ থেকে বরখাস্ত করা হয়েছে। বর্ধিত সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি-জামায়াতের অভ্যাসই হচ্ছে ষড়যন্ত্র করা। তারা সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারবে না। তারা সবসময় পেছনের দরজা দিয়ে, জানালা ভেঙে দরজা তৈরি করে ঢোকার চেষ্টা করবে। আমরা দেশের জনগণ পেছনের দরজা দিয়ে তাদের ক্ষমতায় আসতে দেব না। নিশ্চিত থাকেন তারা ক্ষমতায় আসতে পারবে না-ইনশাআল্লাহ।

ড. ইউনূস প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দেশে আইন আছে, আইনের ঊর্ধ্বে কেউ না। যতই বিবৃতি দেওয়া হোক না কেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কারও কথায় চলবে না। সৈয়দাবাদ সরকারি আদর্শ কলেজ মিলনায়তনে বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাওছার ভুইয়া, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ প্রমুখ।

এর আগে শুক্রবার সকালে আইনমন্ত্রী আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে স্টেশনে আসেন। দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় মন্ত্রী যুগান্তরকে বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার কোনো সুযোগ নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারাগারে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করা নিয়ে আইনমন্ত্রী বলেন, আমি এখন পর্যন্ত জানি না যে, তিনি কোনো অপরাধ করেছেন কিনা। কেন তাকে জেলে যেতে হবে? তবে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে জেলে যেতে হবে। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, পৌর যুবলীগের সভাপতি মনির খান, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ উপস্থিত ছিলেন।