০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে যা বললেন আইনমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৪:১৬:১০ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ১০৩ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হচ্ছে। তবে নতুন করে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন পায়নি আইন মন্ত্রণালয়। আবেদন পাওয়ার পর মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৫ মার্চ) দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। গত বছর ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলতি মাসের ২৪ মার্চ মুক্তির মেয়াদকাল শেষ হচ্ছে।

উল্লেখ্য, দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর ৩০ অক্টোবর এই মামলায় আপিলে তার সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। একই বছরের ২৯ অক্টোবর আরেক দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। একইসঙ্গে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আপডেট সময় ০৪:১৬:১০ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হচ্ছে। তবে নতুন করে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন পায়নি আইন মন্ত্রণালয়। আবেদন পাওয়ার পর মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৫ মার্চ) দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। গত বছর ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলতি মাসের ২৪ মার্চ মুক্তির মেয়াদকাল শেষ হচ্ছে।

উল্লেখ্য, দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর ৩০ অক্টোবর এই মামলায় আপিলে তার সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। একই বছরের ২৯ অক্টোবর আরেক দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। একইসঙ্গে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।