১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এখনও নিখোঁজ তিনজন

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • / ৯০ বার পড়া হয়েছে

ঢাকার সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে প‌রিবার।

বুধবার (৮ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদপুর উজ্জ্বল কুমার হালদার সাংবাদিকদের জানান, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নি‌খোঁজ র‌য়ে‌ছে। তি‌নি বলেন, মঙ্গলবার রাতে স্বজনরা পাঁচজন নিখোঁজ থাকার দাবি করে। পরে দুইজনের খোঁজ পাওয়া গেছে।

এখনও যে তিনজন নি‌খোঁজ আছেন তারা হলেন- মো. মেহেদী হাসান, ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (সেলিম) ও রবিন হোসেন। সহকারী কমিশনার (ভূমি) বলেন, এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়ে‌ছে। বর্তমানে ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বি‌ভিন্ন ওয়ার্ডে চি‌কিৎসাধীন। বার্ন ইউ‌নিটে চিকিৎসাধীন ১১ জন।

যাদের লাশ হস্তান্তর করা হয়েছে তারা হলেন, আলামিন, মুনসুর, আবু বক্কর সিদ্দিক, রাহাত, ওবায়দুল হাসান বাবুল, নাজমুল হোসেন, নুরুল ইসলাম, হৃদয়, নদী, আকুতি বেগম আছিয়া, মাইনুদ্দিন, মমিনুল, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, সুমন, আব্দুল হাকিম সিয়াম।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এখনও নিখোঁজ তিনজন

আপডেট সময় ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

ঢাকার সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে প‌রিবার।

বুধবার (৮ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদপুর উজ্জ্বল কুমার হালদার সাংবাদিকদের জানান, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নি‌খোঁজ র‌য়ে‌ছে। তি‌নি বলেন, মঙ্গলবার রাতে স্বজনরা পাঁচজন নিখোঁজ থাকার দাবি করে। পরে দুইজনের খোঁজ পাওয়া গেছে।

এখনও যে তিনজন নি‌খোঁজ আছেন তারা হলেন- মো. মেহেদী হাসান, ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (সেলিম) ও রবিন হোসেন। সহকারী কমিশনার (ভূমি) বলেন, এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়ে‌ছে। বর্তমানে ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বি‌ভিন্ন ওয়ার্ডে চি‌কিৎসাধীন। বার্ন ইউ‌নিটে চিকিৎসাধীন ১১ জন।

যাদের লাশ হস্তান্তর করা হয়েছে তারা হলেন, আলামিন, মুনসুর, আবু বক্কর সিদ্দিক, রাহাত, ওবায়দুল হাসান বাবুল, নাজমুল হোসেন, নুরুল ইসলাম, হৃদয়, নদী, আকুতি বেগম আছিয়া, মাইনুদ্দিন, মমিনুল, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, সুমন, আব্দুল হাকিম সিয়াম।