গুলিস্তানে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭
- আপডেট সময় ০৬:২২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / ৭৬ বার পড়া হয়েছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। দুর্ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আরটিভিকে জানান, বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে পাঁচটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। বর্তমানে ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।’
সোহেল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রায় অর্ধমৃত অবস্থায় আমরা প্রায় ২০ জন লোক বের করেছি। ভবনের ভেতরে এখনও অনেক লোক আটকে আছে। ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, আমরা আহতদের ঢামেক হাসপাতালে পাঠাচ্ছি। পুলিশ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে।