০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ : সড়কে তীব্র যানজট

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৬:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / ৬৫ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।জানা গেছে, গুলিস্তানের সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে ভবনে বিস্ফোরণের ঘটনায় আশেপাশের সব সড়কে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। জানা গেছে, বিস্ফোরণের পরপরই ভবনটির সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যার প্রভাব আশেপাশের সড়কেও পড়ে। এতে পুরো এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ছাড়া কোন ভবনে বিস্ফোরণ হয়েছে, তা-ও এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি বেসরকারি ব্যাংকের শাখাসহ ভবনের প্রতিটি তলাতেই ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির দেয়ালও ভেঙে পড়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

গুলিস্তানে ভবনে বিস্ফোরণ : সড়কে তীব্র যানজট

আপডেট সময় ০৬:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।জানা গেছে, গুলিস্তানের সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে ভবনে বিস্ফোরণের ঘটনায় আশেপাশের সব সড়কে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। জানা গেছে, বিস্ফোরণের পরপরই ভবনটির সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যার প্রভাব আশেপাশের সড়কেও পড়ে। এতে পুরো এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ছাড়া কোন ভবনে বিস্ফোরণ হয়েছে, তা-ও এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি বেসরকারি ব্যাংকের শাখাসহ ভবনের প্রতিটি তলাতেই ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির দেয়ালও ভেঙে পড়েছে।