০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

গুলিস্তানে মানুষ পিটিয়ে হত্যা আপনারাই করেছেন : ফখরুল

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৮:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / ৬০ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুলিস্তানে মানুষ পিটিয়ে পিটিয়ে হত্যা আপনারাই করেছেন। হুমকি দেন অগ্নিসন্ত্রাস করতে দেওয়া হবে না; অথচ অগ্নিসন্ত্রাস করেন আপনারা।

মহান মে দিবস উপলক্ষে সোমবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ পুরোনো কায়দায় ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে চায়। মানুষ যেন ভোট দিতে না পারে, সেজন্য এখন থেকেই তারা হুমকি দিয়ে জনগণকে ভয় দেখাতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, গোটা রাষ্ট্রকে তারা একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা মানুষকে বোকা বানিয়ে, গণতন্ত্রকামী মানুষকে হত্যা করে, গুম-খুন করে জোর করে ক্ষমতায় বসে আছে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এদের পরাজিত করতে হবে। আজকে আমাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, কৃষকের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের রুখে দাঁড়াতে হবে, যোগ করেন এই নেতা।

ফখরুল বলেন, তারা ১৯৭৫ সালের একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল, তারই পুনরাবৃত্তিতে আবারও একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়, এই সরকার কৃষক-শ্রমিক বিরোধী সরকার, এই সরকার গণবিরোধী সরকার। জনগণের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

গুলিস্তানে মানুষ পিটিয়ে হত্যা আপনারাই করেছেন : ফখরুল

আপডেট সময় ০৮:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুলিস্তানে মানুষ পিটিয়ে পিটিয়ে হত্যা আপনারাই করেছেন। হুমকি দেন অগ্নিসন্ত্রাস করতে দেওয়া হবে না; অথচ অগ্নিসন্ত্রাস করেন আপনারা।

মহান মে দিবস উপলক্ষে সোমবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ পুরোনো কায়দায় ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে চায়। মানুষ যেন ভোট দিতে না পারে, সেজন্য এখন থেকেই তারা হুমকি দিয়ে জনগণকে ভয় দেখাতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, গোটা রাষ্ট্রকে তারা একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা মানুষকে বোকা বানিয়ে, গণতন্ত্রকামী মানুষকে হত্যা করে, গুম-খুন করে জোর করে ক্ষমতায় বসে আছে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এদের পরাজিত করতে হবে। আজকে আমাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, কৃষকের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের রুখে দাঁড়াতে হবে, যোগ করেন এই নেতা।

ফখরুল বলেন, তারা ১৯৭৫ সালের একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল, তারই পুনরাবৃত্তিতে আবারও একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়, এই সরকার কৃষক-শ্রমিক বিরোধী সরকার, এই সরকার গণবিরোধী সরকার। জনগণের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই।