‘চট্টগ্রাম কর্পোরেট ক্ল্যান’ এর নবীণ বরণ সম্পন্ন

- আপডেট সময় ০৯:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৩৬ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি, চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম কর্পোরেট ক্ল্যান’ কর্তৃক সম্পন্ন হল VITEZ Admission Coaching presents, Freshers reception & Cultural programme-2023’। সম্প্রতি (২২ সেপ্টেম্বর, ২০২৩) সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে বিকেল ৪.০০ টায় আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড.প্রফেসর মোশাররফ হোসেন, প্রধান বক্তা এসিআই বিজনেস ডিরেক্টর কামরুল হাসানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক, দেশসেরা চার্টার্ড একাউনট্যান্ট এবং বিসিএস ক্যাডারগণ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডাক্তার মোশাররফ হোসেন শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ এর উপর ফোকাস করার আহ্বান জানিয়েছেন। আয়োজনের প্রধান বক্তা কামরুল হাসান এসময় উপস্থিত শিক্ষার্থীদের সাথে কর্পেোরেট জীবন অভিজ্ঞতার বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।
এসময় সংগঠনের সভাপতি ‘চট্টগ্রাম কর্পোরেট ক্ল্যান’ এর ভবিষ্যৎ লক্ষ্য, উদ্দেশ্য সকলের সামনে তুলে ধরেন। ‘চট্টগ্রাম কর্পোরেট ক্ল্যান’ এর লক্ষ্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চট্টগ্রামের বিজনেস ফ্যাকাল্টির নবাগত ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক উন্নয়ন, ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সহায়তা এবং ঢাকার বুকে চট্টগ্রামের সুনাম সমুন্নত রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। আয়োজনটিতে চট্টগ্রামের বিজনেস ফ্যাকাল্টির ২০২২-২৩ প্রায় ২০০ জন শিক্ষার্থীসহ সর্বমোট ৩০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।