১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

চমক রেখে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড ঘোষণা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০১:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ১১৩ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ডামাডোলের মধ্যেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। পূর্ণশক্তির এই দলে জায়গা পেয়েছেন ২০২২ সালের জানুয়ারিতে সবশেষ টেস্ট খেলা আজিঙ্কা রাহানে। ১৫ সদস্যের ভারতের স্কোয়াডে ৩৪ বছর বয়সী এই ব্যাটার ছাড়া তেমন আর কোনো চমক নেই।

চলমান আইপিএলে বেশ ফর্মে আছেন রাহানে। এর পুরষ্কার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াডে জায়গা মিলল তার। তবে স্কোয়াডে জায়গা পেলেও মূলত একাদশে জায়গা মিলবে কি না, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ছাড়া উইকেটের পিছনে থাকা নিয়মিত রিশাভ পান্তের পরিবর্তে উইকেটকিপার হিসেবে দলে জায়গা পেয়েছেন শ্রীকর ভারত।

দলে ওপেনার হিসেবে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং শুভমান গিল। এ ছাড়া দলের রয়েছেন ভারতের টেস্ট দলের নিয়মিত মুখ চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ফাইনাল আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভাল মাঠে গড়াবে। যেখানে মুখোমুখি হবে দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া। এদিকে আসন্ন এই ফাইনাল ম্যাচের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ফাস্ট বোলার প্যাট কামিন্সকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন প্রায় চার বছর পর টেস্ট দলে ফেরা অলরাউন্ডার মিচেল মার্শ। ২০১৯ সালে সবশেষ টেস্ট ম্যাচে খেলেছিলেন তিনি। প্যাট কামিন্স ছাড়াও বাঁ-হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও স্কট বোল্যান্ডকে দলে রাখা হয়েছে। ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ দেওয়া হয়েছে ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শকে।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শ্রীকর ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।

অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, মার্ক হ্যারিস, নাথান লিয়ন, মিচেল মার্শ, টড মার্ফি, ম্যাথিউ রেনশ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

চমক রেখে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড ঘোষণা

আপডেট সময় ০১:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ডামাডোলের মধ্যেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। পূর্ণশক্তির এই দলে জায়গা পেয়েছেন ২০২২ সালের জানুয়ারিতে সবশেষ টেস্ট খেলা আজিঙ্কা রাহানে। ১৫ সদস্যের ভারতের স্কোয়াডে ৩৪ বছর বয়সী এই ব্যাটার ছাড়া তেমন আর কোনো চমক নেই।

চলমান আইপিএলে বেশ ফর্মে আছেন রাহানে। এর পুরষ্কার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াডে জায়গা মিলল তার। তবে স্কোয়াডে জায়গা পেলেও মূলত একাদশে জায়গা মিলবে কি না, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ছাড়া উইকেটের পিছনে থাকা নিয়মিত রিশাভ পান্তের পরিবর্তে উইকেটকিপার হিসেবে দলে জায়গা পেয়েছেন শ্রীকর ভারত।

দলে ওপেনার হিসেবে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং শুভমান গিল। এ ছাড়া দলের রয়েছেন ভারতের টেস্ট দলের নিয়মিত মুখ চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ফাইনাল আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভাল মাঠে গড়াবে। যেখানে মুখোমুখি হবে দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া। এদিকে আসন্ন এই ফাইনাল ম্যাচের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ফাস্ট বোলার প্যাট কামিন্সকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন প্রায় চার বছর পর টেস্ট দলে ফেরা অলরাউন্ডার মিচেল মার্শ। ২০১৯ সালে সবশেষ টেস্ট ম্যাচে খেলেছিলেন তিনি। প্যাট কামিন্স ছাড়াও বাঁ-হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও স্কট বোল্যান্ডকে দলে রাখা হয়েছে। ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ দেওয়া হয়েছে ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শকে।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শ্রীকর ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।

অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, মার্ক হ্যারিস, নাথান লিয়ন, মিচেল মার্শ, টড মার্ফি, ম্যাথিউ রেনশ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।