চিকিৎসকদের একটি শ্রেণি শুধু টাকা কামাতেই ব্যস্ত : প্রধানমন্ত্রী

- আপডেট সময় ০৬:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ২০০ বার পড়া হয়েছে
দেশের স্বাস্থ্য খাতে প্রত্যাশিত গবেষণা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, চিকিৎসকদের একটি শ্রেণি শুধু টাকা কামাই করতেই ব্যস্ত। এর ফলে গবেষণা হয় না।
বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের কৃষিবিজ্ঞান নিয়ে গবেষণা হলেও স্বাস্থ্য খাতে গবেষণা খুবই সীমিত। আমাদের যারা ডাক্তার হন, তারা অনেকেই পুলিশের চাকুরিতে চলে যান বা রাজনীতিবিদ হয়ে যান।
কেউ ডাক্তারিও করেন না, গবেষণাও করেন না। আরেকটা শ্রেণি আছে, তারা শুধু টাকা কামাই করতেই ব্যস্ত। সরকারি চাকরিও করবে, আবার প্রাইভেটে প্র্যাকটিসও করবে। এভাবে একসঙ্গে চাকরি আর প্রাকটিস করলে সেখানে আর গবেষণা হয় না।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে গবেষণাটা আমাদের খুবই দরকার। স্বাস্থ্যবিজ্ঞানে আরও বেশি যেন গবেষণা হয়, সেদিকে নজর দিতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ১০ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, ২১ জনকে এনএসটি ফেলোশিপ ও ১৬ জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।