১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • / ৬৯ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান মাসের অর্ধেকটা সময় পার হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে ঈদের আমেজ। রাজধানীর বিপণিবিতানগুলোয় বেড়েছে ক্রেতাদের ভিড়। শনিবার (৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিন ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় নিউমার্কেটসহ রাজধানীর বিপণিবিতানগুলোতে। বেড়েছে বেচাবিক্রিও।

রোজা শুরুর পর ক্রেতাদের এমন ভিড়ে সন্তুষ্টির কথা জানান অনেক ব্যবসায়ী। তবে স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রেতারা দাম বেশি হাঁকছেন বলে অভিযোগ ক্রেতাদের।ঈদের বাকি আর মাত্র দুই সপ্তাহ। ঘুরে ঘুরে পোশাকের সব কালেকশন দেখা শেষ; এবার বাজেটের সঙ্গে মিলিয়ে বাড়ি নিয়ে যাবার পালা। সাপ্তাহিক ছুটির দিনে তাই পরিবারের ঈদ কেনাকাটার পুরো লিস্ট নিয়ে হাজির ক্রেতারা। যাচাই-বাছাই করে কিনছেন পছন্দের পণ্যটি।

শনিবার রাজধানীর কয়েকটি শপিংমল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ক্রেতা সমাগম বেড়েছে শপিংমলগুলোতে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অনেকেই এসেছেন কেনাকাটা করতে। তাই রমজানের মাঝামাঝি সময়ে এসে ক্রেতা-বিক্রেতাদের দরদামে মুখরিত হয়ে উঠেছে ঈদবাজার। ক্রেতারা বলছেন, সপ্তাহের অন্যান্য দিন কর্মব্যস্ততায় সুযোগ না পাওয়ায় ছুটির দিনে মার্কেটগুলোতে পরিবার-পরিজন নিয়ে আসছেন তারা।

এছাড়া সামনে আরও ভিড় বাড়ার আশঙ্কায় আগেভাগেই কিনে নিচ্ছেন পছন্দের পোশাকটি। আর বিক্রেতারা বলেন, এখন যত দিন গড়াবে ততোই বাড়বে ভিড়। এছাড়া এবার বেচাবিক্রিও ভালো বলে জানান তারা। আর অন্যান্য দিন ক্রেতা কম থাকলেও ঈদের আগে বিক্রি আরও বাড়ার আশা বিক্রেতাদের।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা

আপডেট সময় ১০:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

পবিত্র মাহে রমজান মাসের অর্ধেকটা সময় পার হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে ঈদের আমেজ। রাজধানীর বিপণিবিতানগুলোয় বেড়েছে ক্রেতাদের ভিড়। শনিবার (৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিন ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় নিউমার্কেটসহ রাজধানীর বিপণিবিতানগুলোতে। বেড়েছে বেচাবিক্রিও।

রোজা শুরুর পর ক্রেতাদের এমন ভিড়ে সন্তুষ্টির কথা জানান অনেক ব্যবসায়ী। তবে স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রেতারা দাম বেশি হাঁকছেন বলে অভিযোগ ক্রেতাদের।ঈদের বাকি আর মাত্র দুই সপ্তাহ। ঘুরে ঘুরে পোশাকের সব কালেকশন দেখা শেষ; এবার বাজেটের সঙ্গে মিলিয়ে বাড়ি নিয়ে যাবার পালা। সাপ্তাহিক ছুটির দিনে তাই পরিবারের ঈদ কেনাকাটার পুরো লিস্ট নিয়ে হাজির ক্রেতারা। যাচাই-বাছাই করে কিনছেন পছন্দের পণ্যটি।

শনিবার রাজধানীর কয়েকটি শপিংমল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ক্রেতা সমাগম বেড়েছে শপিংমলগুলোতে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অনেকেই এসেছেন কেনাকাটা করতে। তাই রমজানের মাঝামাঝি সময়ে এসে ক্রেতা-বিক্রেতাদের দরদামে মুখরিত হয়ে উঠেছে ঈদবাজার। ক্রেতারা বলছেন, সপ্তাহের অন্যান্য দিন কর্মব্যস্ততায় সুযোগ না পাওয়ায় ছুটির দিনে মার্কেটগুলোতে পরিবার-পরিজন নিয়ে আসছেন তারা।

এছাড়া সামনে আরও ভিড় বাড়ার আশঙ্কায় আগেভাগেই কিনে নিচ্ছেন পছন্দের পোশাকটি। আর বিক্রেতারা বলেন, এখন যত দিন গড়াবে ততোই বাড়বে ভিড়। এছাড়া এবার বেচাবিক্রিও ভালো বলে জানান তারা। আর অন্যান্য দিন ক্রেতা কম থাকলেও ঈদের আগে বিক্রি আরও বাড়ার আশা বিক্রেতাদের।