০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম
ছেলের বিয়ের খবরে বিস্মিত হয়ে যা বললেন হৃতিকের বাবা

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০১:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ২২৭ বার পড়া হয়েছে
বলিউডের আলোচিত প্রেমিকযুগল হৃতিক রোশন ও সাবা আজাদ। শোনা যাচ্ছে, চলতি বছরের নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। এদিকে ছেলের বিয়ের প্রসঙ্গে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন অভিনেতার বাবা নির্মাতা রাকেশ রোশন।
তিনি বলেন, হৃতিক-সাবা যে বিয়ে করতে যাচ্ছেন, এই বিষয়ে আমি এখন পর্যন্ত কিছুই জানি না। এসব শুধুই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন এই নির্মাতা। হৃতিকের ঘনিষ্ঠদের দাবি, গণমাধ্যমগুলো ওদের সম্পর্ক সুস্থ ভাবে গড়ে তুলতে দেবে না! বন্ধুত্ব শুরুর আগেই বিয়ের খবর রটাচ্ছে।
বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর সাবার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান হৃতিক। ইতোমধ্যেই প্রিয়তমার জন্য বিলাসবহুল ফ্ল্যাট কিনে একসঙ্গে বসবাস শুরু করেছেন এই প্রেমিকযুগল। এরপর থেকেই গুঞ্জন রটেছে হৃতিক-সাবার বিয়ের।
ট্যাগস