১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

জাতীয় পার্টি কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয় : জি এম কাদের

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / ৫৮ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, জাতীয় পার্টি কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয়। দেশ ও জনগণের জন্য কাজ করে জাতীয় পার্টি। আমাদের দল কারও ‘বি’ টিম হওয়ার জন্য কাজ করে না।

শনিবার (৬ মে) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, দেশে যারা গণতন্ত্র নিয়ে বড় বড় কথা বলছেন তারাই নির্বাচনে জনগণের ভোটের অনীহার অবস্থা সৃষ্টি করেছেন। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির ইতিহাস একই।

ক্ষমতায় থাকলে সংবিধানের কথা বলে নির্বাচন ব্যবস্থাকে নিজেদের মতো করে সাজিয়ে শাসন করে আর ক্ষমতার বাইরে গেলে উল্টো কথা বলে। যারা আগে সংবিধানের দোহাই দিয়েছে এখন তারা জনগণের ভোটাধিকারের কথা বলছে। আবার সেই সময়ে যারা জনগণের ভোটাধিকারের কথা বলেছেন এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছেন। এ জন্যই আমরা বলছি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির ইতিহাস একই।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জনগণের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতের জন্য কাজ করবে। তবে নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করতে সবার একমত হওয়া জরুরি। এ জন্য সব রাজনৈতিক দলের একত্রিত হয়ে নির্বাচন ব্যবস্থা নির্ধারণ করতে হবে। প্রতিবেশী ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও পাকিস্তানও মোটামুটি নির্বাচন ব্যবস্থা দাঁড় করিয়েছে। আমাদের দেশে নির্বাচন নিয়ে সেই পুরনো খেলাই চলছে।গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হলে দেশে গণতন্ত্র চর্চা অসম্ভব। আমরা চাই নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করা হোক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন ব্যবস্থা সবার নিয়ন্ত্রণের বাইরে রাখতে হবে। কারণ, যারা সরকারে থাকে তাদের পক্ষে নির্বাচন নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে। তাই নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করতে চিরস্থায়ী সমাধান দরকার।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

জাতীয় পার্টি কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয় : জি এম কাদের

আপডেট সময় ০৭:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, জাতীয় পার্টি কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয়। দেশ ও জনগণের জন্য কাজ করে জাতীয় পার্টি। আমাদের দল কারও ‘বি’ টিম হওয়ার জন্য কাজ করে না।

শনিবার (৬ মে) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, দেশে যারা গণতন্ত্র নিয়ে বড় বড় কথা বলছেন তারাই নির্বাচনে জনগণের ভোটের অনীহার অবস্থা সৃষ্টি করেছেন। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির ইতিহাস একই।

ক্ষমতায় থাকলে সংবিধানের কথা বলে নির্বাচন ব্যবস্থাকে নিজেদের মতো করে সাজিয়ে শাসন করে আর ক্ষমতার বাইরে গেলে উল্টো কথা বলে। যারা আগে সংবিধানের দোহাই দিয়েছে এখন তারা জনগণের ভোটাধিকারের কথা বলছে। আবার সেই সময়ে যারা জনগণের ভোটাধিকারের কথা বলেছেন এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছেন। এ জন্যই আমরা বলছি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির ইতিহাস একই।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জনগণের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতের জন্য কাজ করবে। তবে নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করতে সবার একমত হওয়া জরুরি। এ জন্য সব রাজনৈতিক দলের একত্রিত হয়ে নির্বাচন ব্যবস্থা নির্ধারণ করতে হবে। প্রতিবেশী ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও পাকিস্তানও মোটামুটি নির্বাচন ব্যবস্থা দাঁড় করিয়েছে। আমাদের দেশে নির্বাচন নিয়ে সেই পুরনো খেলাই চলছে।গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হলে দেশে গণতন্ত্র চর্চা অসম্ভব। আমরা চাই নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করা হোক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন ব্যবস্থা সবার নিয়ন্ত্রণের বাইরে রাখতে হবে। কারণ, যারা সরকারে থাকে তাদের পক্ষে নির্বাচন নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে। তাই নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করতে চিরস্থায়ী সমাধান দরকার।