০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

টি-টোয়েন্টিতে টাইগারদের যত ‘বাংলাওয়াশ’

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:১৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / ৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ দলের সবচেয়ে আশা জাগানিয়া ফরম্যাট বলতে গেলে ওয়ানডে ক্রিকেটের নামই ঘুরে ফিরে আসবে। কারণ, এই ফরম্যাটেই যে টাইগাররা সবচেয়ে ধারাবাহিক। তবে বাকি দুই সংস্করণ টি-টোয়েন্টি কিংবা টেস্টে যে বাংলাদেশ জয়ের দেখা পায়নি, তা কিন্তু নই।

সবকিছু ছাপিয়ে ঘরের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে বাংলাওয়াশের স্বাদ দিলো টিম টাইগার্স। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে শেষ ম্যাচে ইংলিশদের ১৬ রানে হারিয়ে ষোলকলা পূর্ণ করল সাকিব আল হাসানের দল। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে যে টাইগারদের অবস্থান সবচেয়ে নড়বড়ে ছিল।

ফলে টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অবিস্মরণীয় সাফল্যে বেশ উজ্জীবিত লাল সবুজের প্রতিনিধিরা। কারণ এমন অবিস্মরণীয় জয়ে বিশ্ব ক্রিকেটে যেন নতুন বার্তাই দিয়ে রাখল লিটন-শান্তরা। পরিসংখ্যান বলছে, বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাটে মিলিয়ে একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে এখন পর্যন্ত মোট ২৩ বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের মধুর স্বাদ পেয়েছে বাংলাদেশ। যার মধ্যে স্বাভাবিকভাবেই ওয়ানডেতে সর্বোচ্চ ১৬ বার, টেস্টে ৩ বার এবং টি-টোয়েন্টিতে ৪ বার এই কীর্তি গড়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে ২০১২ সালে সর্বপ্রথম হোয়াইটওয়াশের কীর্তি গড়ে বাংলাদেশ। সেবার মুশফিকুর রহিমের নেতৃত্বে আয়ারল্যান্ড সফরে গিয়ে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হারায় টাইগাররা। এরপর সেই কীর্তি গড়তে লম্বা সময় লেগে গেছে বাংলাদেশের। ঘরের মাঠে ২০২০ সালে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নেমেছিল নুরুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

তবে দুই ম্যাচের সিরিজে প্রথমটাই স্বাগতিকেরা কিছুটা লড়াই করলেও শেষ ম্যাচে পাত্তাই পায়নি। এবার ইংল্যান্ডের বিপক্ষে তো ইতিহাসই গড়ল সাকিব বাহিনী। চার মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ধবধোলাই করেছে বাংলার দামাল ছেলেরা। এমনকি ইংলিশদের বিপক্ষে এটিই প্রথম কোনো সিরিজ জয়।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

টি-টোয়েন্টিতে টাইগারদের যত ‘বাংলাওয়াশ’

আপডেট সময় ০৯:১৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

বাংলাদেশ দলের সবচেয়ে আশা জাগানিয়া ফরম্যাট বলতে গেলে ওয়ানডে ক্রিকেটের নামই ঘুরে ফিরে আসবে। কারণ, এই ফরম্যাটেই যে টাইগাররা সবচেয়ে ধারাবাহিক। তবে বাকি দুই সংস্করণ টি-টোয়েন্টি কিংবা টেস্টে যে বাংলাদেশ জয়ের দেখা পায়নি, তা কিন্তু নই।

সবকিছু ছাপিয়ে ঘরের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে বাংলাওয়াশের স্বাদ দিলো টিম টাইগার্স। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে শেষ ম্যাচে ইংলিশদের ১৬ রানে হারিয়ে ষোলকলা পূর্ণ করল সাকিব আল হাসানের দল। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে যে টাইগারদের অবস্থান সবচেয়ে নড়বড়ে ছিল।

ফলে টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অবিস্মরণীয় সাফল্যে বেশ উজ্জীবিত লাল সবুজের প্রতিনিধিরা। কারণ এমন অবিস্মরণীয় জয়ে বিশ্ব ক্রিকেটে যেন নতুন বার্তাই দিয়ে রাখল লিটন-শান্তরা। পরিসংখ্যান বলছে, বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাটে মিলিয়ে একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে এখন পর্যন্ত মোট ২৩ বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের মধুর স্বাদ পেয়েছে বাংলাদেশ। যার মধ্যে স্বাভাবিকভাবেই ওয়ানডেতে সর্বোচ্চ ১৬ বার, টেস্টে ৩ বার এবং টি-টোয়েন্টিতে ৪ বার এই কীর্তি গড়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে ২০১২ সালে সর্বপ্রথম হোয়াইটওয়াশের কীর্তি গড়ে বাংলাদেশ। সেবার মুশফিকুর রহিমের নেতৃত্বে আয়ারল্যান্ড সফরে গিয়ে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হারায় টাইগাররা। এরপর সেই কীর্তি গড়তে লম্বা সময় লেগে গেছে বাংলাদেশের। ঘরের মাঠে ২০২০ সালে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নেমেছিল নুরুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

তবে দুই ম্যাচের সিরিজে প্রথমটাই স্বাগতিকেরা কিছুটা লড়াই করলেও শেষ ম্যাচে পাত্তাই পায়নি। এবার ইংল্যান্ডের বিপক্ষে তো ইতিহাসই গড়ল সাকিব বাহিনী। চার মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ধবধোলাই করেছে বাংলার দামাল ছেলেরা। এমনকি ইংলিশদের বিপক্ষে এটিই প্রথম কোনো সিরিজ জয়।