০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

টেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:০০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ১১১ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং শেয়ারী ঘের এলাকা থেকে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১০ মে) টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৯ মে) রাতে ওই এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের গোপন সংবাদে বিজিবির সদস্যরা সাবরাং শেয়ারী ঘের এলাকায় অভিযান চালায়।

এ সময় মঙ্গলবার রাত ৯টার দিকে পাচারকারীরা দূর থেকে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে কাঁধে থাকা মাদকের পোটলাগুলো ফেলে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া পোটলা দুটি তল্লাশি করে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, চোরাকারবারিদের আটকের জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

টেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় ১০:০০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং শেয়ারী ঘের এলাকা থেকে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১০ মে) টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৯ মে) রাতে ওই এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের গোপন সংবাদে বিজিবির সদস্যরা সাবরাং শেয়ারী ঘের এলাকায় অভিযান চালায়।

এ সময় মঙ্গলবার রাত ৯টার দিকে পাচারকারীরা দূর থেকে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে কাঁধে থাকা মাদকের পোটলাগুলো ফেলে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া পোটলা দুটি তল্লাশি করে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, চোরাকারবারিদের আটকের জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।