ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

- আপডেট সময় ০৫:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ১৯৯ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরায় তুরাগ এলাকা থেকে ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৭ লাখ টাকা লুটের ঘটনায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের কারা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসের বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে ডিএমপি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) বদরুল হাসান বলেন, ব্যাংকের টাকা লুটের ঘটনায় টাকা বহনকারী প্রতিষ্ঠানের পরিচালক বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
এর আগে, বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা থেকে ডাচ-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে ১১ কোটি ২৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। কয়েক ঘণ্টার ব্যবধানে উত্তরা এলাকা থেকে ৯ কোটি টাকা উদ্ধারের কথা জানায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি মাইক্রোবাস ও ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে গ্রেপ্তার করা হয়।