১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

ঢাকামুখী এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু ২৯ কি.মি আঞ্চলিক সড়কে যানজট

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • / ৭৫ বার পড়া হয়েছে

উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত একমুখী যানবাহন চলাচলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর ফলে উত্তরবঙ্গগামী যানবাহন সুফল পেলেও বিপাকে পড়ে সেতু পূর্ব থেকে ঢাকাগামী যানবাহন। এতে এলেঙ্গা-ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু ও আঞ্চলিক ২৯ কি‌লো‌মিটার সড়কে থেমে থেমে তৈরি হচ্ছে যানজট।

সরেজমিনে দেখা গেছে, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী প‌রিবহনগু‌লো বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর থে‌কে ঘু‌রি‌য়ে আঞ্চ‌লিক সড়‌ক দি‌য়ে যাতায়াত কর‌ছে। এতে এলেঙ্গা-ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক ২৯ কি‌লো‌মিটার সড়‌কে পরিবহ‌ন চলাচ‌লে ধীরগ‌তি দেখা দি‌য়ে‌ছে। কোথাও কোথাও আবার যানজটের সৃ‌ষ্টি হ‌চ্ছে।

এলেঙ্গা-ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের পাথাইলকা‌ন্দি বাজার, মা‌টিকাটা বাজার, গো‌বিন্দাসী টি-‌রোড, বাগবা‌ড়ি, ভুঞাপুর বাসস্ট‌্যান্ড, পা‌লিমা, কুচু‌টি, ফুলতলা ও রাজাবা‌ড়ি এলাকায় পরিবহন চলাচ‌লে ধীরগ‌তি র‌য়েছে। এরম‌ধ্যে আঞ্চ‌লিক সড়‌কের ভুঞাপুর উপ‌জেলার বাগবা‌ড়ি হ‌তে ভুঞাপুর বাসট‌্যান্ড এবং কা‌লিহাতী উপজেলার নগরবা‌ড়ি কৃ‌ষি ক‌লেজ হ‌তে এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের ভুঞাপুর লিঙ্ক রোড পর্যন্ত সড়‌কে কোথাও যানজট এবং ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

এদি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কে প‌রিবহন চলাচ‌ল স্বাভা‌বিক র‌য়ে‌ছে। এতে মানুষজন স্বস্তি‌তে বা‌ড়ি ফির‌ছে। আঞ্চ‌লিক সড়ক ব‌্যবহারকারী হা‌নিফ প‌রিবহ‌নের সুপারভাইজার মোবারক জানান, উত্তরবঙ্গ থে‌কে খা‌লি গা‌ড়ি নি‌য়ে ঢাকায় যা‌চ্ছি। মহাসড়কের কোথাও সমস‌্যা হয়‌নি। মহাসড়ক ফাঁকাই ছিল। কিন্তু বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর থে‌কে আঞ্চ‌লিক সড়‌কে প্রবেশ কর‌তেই প‌রিবহ‌নের ধীরগ‌তির কার‌ণে দা‌ড়ি‌য়ে থাক‌তে হ‌চ্ছে।

এক‌দি‌কে ১৩ কি‌লো‌মিটা‌রের সড়ক ২০ কি‌লো‌মিটার ঘু‌র‌তে হ‌চ্ছে অন‌্যদি‌কে আঞ্চ‌লিক সড়‌কে গা‌ড়ির চাপ থাকায় ধীর‌গতির সৃ‌ষ্টি হ‌চ্ছে। এতে সময় মত কাউন্টারে পৌঁছাতে পারছি না। এনা প‌রিবহ‌নের সুপাইভাইজার ইয়াকুব জানান, আঞ্চ‌লিক সড়‌কে লোকাল প‌রিবহন চলাচল করায় গা‌ড়ি টানা যায় না। ফ‌লে কোথাও কোথাও ধীরগ‌তির সৃষ্টি হ‌চ্ছে। এছাড়া আঞ্চ‌লিক সড়‌ক দি‌য়ে যে‌তে তিন‌টি রেলক্রসিং পা‌ড়ি দি‌তে হয়।

অতিরিক্ত গাড়ির চাপে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়তে হচ্ছে। সড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্যরা জানান, দুপু‌রের পর থে‌কে আঞ্চ‌লিক সড়‌কে ঢাকাগামী প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে‌ছে। সড়ক‌টির গুরুত্বপূর্ন প‌য়েন্টগু‌লোতে পু‌লিশ কাজ কর‌ছে। যানজট নেই ত‌বে কোথাও কোথাও প‌রিবহন চলাচ‌লে ধীরগ‌তি র‌য়ে‌ছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ঢাকামুখী এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু ২৯ কি.মি আঞ্চলিক সড়কে যানজট

আপডেট সময় ১১:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত একমুখী যানবাহন চলাচলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর ফলে উত্তরবঙ্গগামী যানবাহন সুফল পেলেও বিপাকে পড়ে সেতু পূর্ব থেকে ঢাকাগামী যানবাহন। এতে এলেঙ্গা-ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু ও আঞ্চলিক ২৯ কি‌লো‌মিটার সড়কে থেমে থেমে তৈরি হচ্ছে যানজট।

সরেজমিনে দেখা গেছে, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী প‌রিবহনগু‌লো বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর থে‌কে ঘু‌রি‌য়ে আঞ্চ‌লিক সড়‌ক দি‌য়ে যাতায়াত কর‌ছে। এতে এলেঙ্গা-ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক ২৯ কি‌লো‌মিটার সড়‌কে পরিবহ‌ন চলাচ‌লে ধীরগ‌তি দেখা দি‌য়ে‌ছে। কোথাও কোথাও আবার যানজটের সৃ‌ষ্টি হ‌চ্ছে।

এলেঙ্গা-ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের পাথাইলকা‌ন্দি বাজার, মা‌টিকাটা বাজার, গো‌বিন্দাসী টি-‌রোড, বাগবা‌ড়ি, ভুঞাপুর বাসস্ট‌্যান্ড, পা‌লিমা, কুচু‌টি, ফুলতলা ও রাজাবা‌ড়ি এলাকায় পরিবহন চলাচ‌লে ধীরগ‌তি র‌য়েছে। এরম‌ধ্যে আঞ্চ‌লিক সড়‌কের ভুঞাপুর উপ‌জেলার বাগবা‌ড়ি হ‌তে ভুঞাপুর বাসট‌্যান্ড এবং কা‌লিহাতী উপজেলার নগরবা‌ড়ি কৃ‌ষি ক‌লেজ হ‌তে এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের ভুঞাপুর লিঙ্ক রোড পর্যন্ত সড়‌কে কোথাও যানজট এবং ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

এদি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কে প‌রিবহন চলাচ‌ল স্বাভা‌বিক র‌য়ে‌ছে। এতে মানুষজন স্বস্তি‌তে বা‌ড়ি ফির‌ছে। আঞ্চ‌লিক সড়ক ব‌্যবহারকারী হা‌নিফ প‌রিবহ‌নের সুপারভাইজার মোবারক জানান, উত্তরবঙ্গ থে‌কে খা‌লি গা‌ড়ি নি‌য়ে ঢাকায় যা‌চ্ছি। মহাসড়কের কোথাও সমস‌্যা হয়‌নি। মহাসড়ক ফাঁকাই ছিল। কিন্তু বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর থে‌কে আঞ্চ‌লিক সড়‌কে প্রবেশ কর‌তেই প‌রিবহ‌নের ধীরগ‌তির কার‌ণে দা‌ড়ি‌য়ে থাক‌তে হ‌চ্ছে।

এক‌দি‌কে ১৩ কি‌লো‌মিটা‌রের সড়ক ২০ কি‌লো‌মিটার ঘু‌র‌তে হ‌চ্ছে অন‌্যদি‌কে আঞ্চ‌লিক সড়‌কে গা‌ড়ির চাপ থাকায় ধীর‌গতির সৃ‌ষ্টি হ‌চ্ছে। এতে সময় মত কাউন্টারে পৌঁছাতে পারছি না। এনা প‌রিবহ‌নের সুপাইভাইজার ইয়াকুব জানান, আঞ্চ‌লিক সড়‌কে লোকাল প‌রিবহন চলাচল করায় গা‌ড়ি টানা যায় না। ফ‌লে কোথাও কোথাও ধীরগ‌তির সৃষ্টি হ‌চ্ছে। এছাড়া আঞ্চ‌লিক সড়‌ক দি‌য়ে যে‌তে তিন‌টি রেলক্রসিং পা‌ড়ি দি‌তে হয়।

অতিরিক্ত গাড়ির চাপে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়তে হচ্ছে। সড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্যরা জানান, দুপু‌রের পর থে‌কে আঞ্চ‌লিক সড়‌কে ঢাকাগামী প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে‌ছে। সড়ক‌টির গুরুত্বপূর্ন প‌য়েন্টগু‌লোতে পু‌লিশ কাজ কর‌ছে। যানজট নেই ত‌বে কোথাও কোথাও প‌রিবহন চলাচ‌লে ধীরগ‌তি র‌য়ে‌ছে।