০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
শিরোনাম
ঢাকায় দূতাবাস খুলবে মেক্সিকো
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ১২:৫২:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১৩৮ বার পড়া হয়েছে
চলতি বছরের মাঝামাঝিতে বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে মেক্সিকো। শুক্রবার (৩ মার্চ) ভারতে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় মেক্সিকোর পররাষ্ট্র সচিব মার্সেলো এব্রার্ড এ ঘোষণা দেন।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী। বিশেষ করে বাংলাদেশে ওষুধ, কৃষি, ব্যবসা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে চায় মেক্সিকো।
জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করতে পারেন। তখন দূতাবাস চালু হতে পারে। মেক্সিকোতে ইতোমধ্যে বাংলাদেশের দূতাবাস রয়েছে। এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করেছে আর্জেন্টিনা।
রাজধানীর বনানীর ২৩ নম্বর সড়কের একটি ভবনে আর্জেন্টিনা দূতাবাসের উদ্বোধন করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
ট্যাগস