ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০৮:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ২১১ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ঢাকায় আগামী ১২ এবং ১৩ মে ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হবে। এ কনফারেন্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনফারেন্সে ভারত ছাড়াও ভুটান, নেপাল, বাহরাইন ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন। এবারের ষষ্ঠ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে, পাঁচটি সম্মেলন যথাক্রমে ২০১৬ সালে সিঙ্গাপুরে, ২০১৭ সালে শ্রীলংকায়, ২০১৮ সালে ভিয়েতনামে, ২০১৯ সালে মালদ্বীপে ও ২০১১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। সম্মেলনে যোগদান ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।











